সুশীল সমাজ থেকে শুরু করে সবাই শুধু ঐশী ঐশী করে চিল্লাছে। সে শিশু, সে নাবালিকা। তাকে কেন রিমান্ডে নেয়া হলো? তাকে কেন কারাগারে পাঠানো হলো ? তাকে কেন শিশু আইনের আওতায় আনা হলো না। কেন তাকে বয়স্কদের আইনে আনা হলো ? ইত্যাদি ইত্যাদি। ছাগলের তিন নম্বর সন্তান ড. মিজানুর রহমান এ নিয়ে গলা ফাটিয়ে যাচ্ছেন। রিমান্ড ভূল ছিল, পুলিশ ভূল করেছে। ঐশী ভুল করেছে তাকে শোধরানোর সুযোগ দেয়া উচিত ইত্যাদি বলেই যাচ্ছেন।
আর লিপিস্টিকধারী সচেতন নারী মানবাধিকার ব্যবসায়ী তো টক শোকে হট শো বানিয়ে ফেলছেন কথার বানে। ঐশী ভুল করেছে, তাকে সাচ্চা মাফ করে দেয়া উচিত ইত্যাদি ইত্যাদি।
ধরলাম সব ঠিক আছে। মুল কথায় আসি, কাজের মেয়ে সুমির কি অপরাধ? সেওতো শিশু। মাত্র ১৩ বছর। সেতো ইয়াবা খায় নাই, বয়ফ্রেন্ড নিয়ে বাসায় মাস্তিও করে নাই, হুইস্কিও খায় নাই, কাউরে খুনও করে নাই। শুধু ঐশীর হুকুম মতো রক্তাক্ত মেঝে মুছেছে। লাশ টেনে বাথ্রুমে নিয়ে গেছে।
কিন্তু নিরপরাধ এই সুমি কথা কেউ বলছে না। কাউকে সে পাশে পাচ্ছে না। কি অপরাধ তার? কাজের মেয়ে বলে? সুন্দরী নয় বলে? মদ ইয়াবা খায় না বলে? নাকি পেটের দায়ে অন্যের বাড়িতে কাজের মেয়ে চাকরি করতে এসেছে বলে? নাকি ও ভদ্র সমাজের সদস্য নয় বলে? কেন মি. মিজান আর লিপিস্টিকওয়ালারা তার নাম মুখে আনছে না? এই ছোট্ট শিশুর নামটি মুখে আনলে মুখ কি পচে যাবে নাকি আপনাদের ইজ্জত যাবে ড। মিজান এন্ড গং?
সুমির অপরাধ ও গরীবের সন্তান, সুমীর অপরাধ ও ইয়াবা খায় না বলে, সুমীর অপরাধ ও ইংলিশ মিডিয়ামের শিক্ষিতা নয় বলে, সবচেয়ে বড় অপরাধ ও কাজের মেয়ে বলে।