অনন্ত জলিলের 'নিঃস্বার্থ ভালবাসা' নিয়ে অনেক সেলিব্রেটির বিশাল বিশাল উপাখ্যান/স্ট্যাটাস চোখে পড়ছে নিয়মিত। সবার আক্রোশ ঝড়ে পড়ছে। এতো ফালতু মুভি, আগামাথা নেই কাহিনীর, পচা সিনেমাটোগ্রাফি, টাকা থাকলেই সব হয় না, ২০০ টাকা পুরাই জলে গেল ইত্যাদি ইত্যাদি।
সেই সেলিব্রেটিদের পিন্ডি চটকানোর জন্য এ লেখা।
আপনারা জানেনই অনন্ত জলিলের মুভি কেমন হয়, কাহিনীতে কি থাকে। তাহলে জেনে শুনেই কেন টাকা খরচ করে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড নিয়ে মুভি দেখতে গেলেন? আচ্ছা, দেখলেনই না হয়। দেখার পর এতো সুশীল আর রুচিবোধ হওয়ার ভাব ধরলেন কেন? এমনভাবে মুভিটির, জলিলের সমালোচনা করছেন যেন অস্কারের জুরিবোর্ডের সদস্য হয়ে গেছেন !! আপনি তো বহুত পারেন, তো এক মিনিটের একটা ফুটেজ বানিয়ে দেখান না কত হেডাম আপনার ! পারেন না একটা বিন্দু বানাতে, কিন্তু সিন্ধুর সমালোচনা করতে আপনাকে হবেই। আর জলিল যাই করুক শরীর সর্বস্য মুভি তো বানান না তাই না? তো আপনার অসুবিধা কোথায় ???
অনন্ত জলিলের টাকা আছে। তার মনে যা চায় সে বানাক তাতে আপনার কি? সে কি তার মুভি দেখতে যাওয়ার জন্য হাতে পায়ে ধরেছে? বেহায়ার মতো নিজেই তো গেছেন। গিয়ে আবার হা হুতাশ করেন। আপনাদের ইয়ে দেখে আমার হাসিই পায়। আগে নিজে কিছু করে দেখান তারপর জলিলের সমালোচনা করতে আসবেন। ছাগলের চার নম্বর বাচ্চা হয়ে বুদ্ধিজীবী ভাব ধরবেন না প্লিজ। লজ্জা লাগে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯