মহানবী (স.) বলেছেন, শিক্ষার জন্য সুদুর চীনে যাও।
শিক্ষার গুরুত্ব বুঝেই তিনি এ কথা বলেছিলেন। চীন কিন্তু নাস্তিকদের দেশ। ইহ যাবৎকালে তারা আস্তিক হবে সে আশাও নেই। সব জেনেই নবী(স.) এ কথা বলেছিলেন।
কুরআনের প্রথম বানীও কিন্তু "ইকরা মানে পড়"। আল্লাহ পাকও পড়তে বলেছেন। ঘরের মধ্যে বসে জঙ্গিবাদ শিখতে বলেন নাই!
বাট আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা কি হচ্চে এটা কি সবাই জানেন।
একটা ছাত্রও জানে না, বিজ্ঞান কি জিনিস, পাটিগনিত কি জিনিস, বীজগনিত কি জিনিস, পানিতে কয়টি অনু আছে, বাতাসে কি কি থাকে, পৃথিবী কিভাবে চলছে, বার্ষিক গতি, আহ্নিক গতি কি, মাধ্যকর্ষণ শক্তি কি, চাঁদে আলো আসে কি করে ইত্যাদি।
তারা শুধু জানে- কিভাবে জিহাদ করতে হয়, শহীদ হইলে কি পাওয়া যায়! শহীদ হইলে জান্নাতের হুর পাওয়া যাইবে ইত্যাদি।
পুরো দুনিয়ার বাইরে থাকা মানুষ এরা! একঘরে করে রাখা হয়েছে এই শিশুদের !
আর এই নিষ্পাপ শিশুদের ব্রেইন ওয়াশড করার জন্য ধর্ম ব্যবসায়ী হুজুররা তা আছেনই !
তাই এখনই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন দরকার। ধর্মের সঠিক জ্ঞানটা তাদের দেয়া উচিত।
যাতে টাকার কাছে বিক্রি হওয়া "হুজুর" রা এদের ইউজ না করতে পারে পার্থিব স্বার্থ হাসিল করতে!