আপনি কি তামিল তেলেগু হেটার। তাহলে আজই এই মুভি টা দেখে নিন।১০০% ভাল লাগবে।আর তামিল তেলেগু ফ্যান ত হবেনই।
KICK
IDMB Rating :7.1
MY Rating: 8.5
Director:
Reddy Surender
Writers:
Reddy Surender (screenplay), Vakkantham Vamsi
Stars:
Ravi Teja, Ileana , Shaam and Brahmanandam
জেনরঃ কমেডি অ্যান্ড অ্যাকশন । (ফুল টাইম এন্টারটেইনমেন্ট)
রান টাইমঃ ১৫৫ মিনিট।
কিক ! কিক ! কিক !
কিক শব্দটা শুনলে আমাদের মনে একটাই ছবি ভেসে উঠে ,সেটা হল ফুটবল । কিন্তু এই কিক সেই কিক না সেটা নিয়ে বাইশ জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে। এইটা হল তামিল কিক । নামটা যেমন কিক মুভির কাহিনি ও পুরাই কিক।
তামিল খুব কম মভিতে আপনি টুইস্ট আশা করতে পারেন । তারচেয়ে বরং এন্টারটেইন এর জন্য দেখুন মজা পাবেন। এই মভিতে কোন টুইস্ট নেই কিন্তু যতক্ষণ মুভি চলবে আপনি চোখ সরাতে পারবেন না ।
প্লটঃ
কালইয়া (রাভি তেজা ) একজন বেকার যুবক ।তার জীবনের এক মাত্র লখ্য কিক খাওয়া ও দেওয়া। যেমনঃ সে তার বন্ধুর বিয়েতে বন্ধুকে কনে নিয়ে পালিয়ে আসতে সাহায্য করেছে আবার কনের মাকে ফোন করে খবরাখবর দিয়েছিল শুধু মাত্র দেখার জন্য তারা ক্যামন ধাওয়া দিতে পারে। তার কথা হল পালিয়ে বিয়ের মধ্যে যদি জাম্পিং, শুটিং , চেজিং না থাকে তাহলে পালিয়ে বিয়ে করে ত মজা নাই। চাকরিবাকরি তার ভাল লাগে না কারন এর মধ্যে কোন কিক নাই অর্থাৎ সব কিছু যান্ত্রিক তাই বস টার কাজে খুশি হয়ে প্রোমোশন দিলে সে চাকরি ছেড়ে দেয় ।অনেক কষ্টে নেয়নার (ইলিয়ানা) মন পেলেও তাদের মতের অমিল হওয়াতে ব্রেক আপ হয়ে যায় । কিক খুজিতে খুজিতে এক সময় উনি চোরে পরিনত হয়। যেহেতু উনি একজন চোর সেহেতু পুলিশ কালইয়াকে ধরতে আসবে শ্বাভাবিক ।কাহিনিতে ইন করলো পুলিশ অফিসার কালইয়াকৃষ্ণা(শ্যাম)।শুরু হয় দুজনের চোর পুলিশ খেলা ।এই চোর পুলিশ খেলতে খেলতে নানা মজার ঘাটনার জন্ম দেয় কালইয়া । আর এদিকে কালইয়াকৃষ্ণানার সাথে নেয়নার বিয়ে ঠিক হয় । প্রশ্ন হল নেয়না কি চোর কালইয়া কে আবার মেনে নিবে নাকি সৎ পুলিশ অফিসার কালইয়াকৃষ্ণাকে বিয়ে করবে । কালইয়াকৃষ্ণা কি পারবে কালইয়াকে ধরতে ।
মুভিটা ফুল টাইম এন্টারটেইনমেন্ট ।আমি হয়ত ভাল লিখতে পারিনা তাই বুঝাতে পারতাছিনা মুভিটা আমি কাতটা এঞ্জয় করেছি।
ডাউনলোড লিঙ্ক
র্যাপিডশেয়ার লিঙ্ক -
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
অথবা
লিঙ্ক -১
লিঙ্ক -২
লিঙ্ক - ৩
লিঙ্ক -৪
লিঙ্ক -৫
লিঙ্ক - ৬
লিঙ্ক - ৭
রিজিউমআভেল লিঙ্ক ।
টরেন্ট লিঙ্ক ঃ
লিঙ্ক
সাব টাইটেল ঃ
সাব লিঙ্ক