দেশ আবার স্বাধীন হলো, সবাই মুক্তির স্বাদ নিচ্ছে আর আগের সরকার কে গালিগালাজ করে অনেক শান্তি পাচ্ছে। এটাই হয়, স্বাভাবি। কিন্তু আমি শান্তি পাচ্ছি না এইটা ভেবে যে, কেউ কেন আমাদের সোনার বাংলার পুলিশ বাহিনী কে নিয়ে কিছু বলছে না?
শেখের কন্যা আদেশ দিয়েছিল যে "যেভাবেই হোক আন্দোলন প্রতিহত কর"- বুঝলাম, তাই বলে কি এতগুলো মানুষ কে নিজের হাতে খুন করতে হবে? গুলি করে চোখ নষ্ট করে দেয়া বা আহত অবস্থায় মানুষকে পিছন থেকে ফায়ার করে পাখির মতও মেরে ফেলল? এটা কে করলো? এটা পুলিশ করেছে ... পুলিশ...। Video analysis করলে বুঝা যায় যে ওই সকল পুলিশ সদস্য কি প্রফুল্ল হৃদয়ে লাইভ এম্যনিশন ফায়ার করছিল।
এই পুলিশ কে কি দায়ভার নিতে হবে না? এতগুলো মা এর বুক খালি করে ফেলার জন্য? নাকি সব দোষ ওই হাসিনার! হাসিনা তো সেনাদের ও বলেছিল -- মেরে ফেল। নুন্যতম মানবিকতা বলে কি কিছু ছিল না ওই শকল এসআই বা কনস্টেবলদের ? এসব লিখছি আর চোখ ভিজে যাচ্ছে... যাই এবার আসল আলোচনায় আসি।
এই যে পুলিশের কর্মচারী রা ১১ দফা দাবি করলো, এর মধ্যে ২/৩ তা বাদে সবগুলোই অস্বাভাবিক।
• বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, তাদের বিচার করতে হবে। - নিজের কর্মফল
• পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। - সেটাই তো করার কথা যানতাম। কিন্তু আপনারাই তো রাজনীতি করে নিজের ভীত শক্ত করেন। কেউ কেউ তো ইউনিফরম এ মুজিব বা আউমিলিগ এর ইনসেন্টিভ ব্যাজ বানায় পড়ে ডিউটি করেন।
• সারাদিনে ৮ ঘণ্টার বেশি ডিউটি করানো যাবে না। - ইউনিফরম পরিহিত এক বাহিনী কখনই কোন বাঁধা ধরা ডিউটি টাইমের উপর চলতে পারে না
• অধঃস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ বা মৌখিক আদেশ পালন করতে পারবেন না। - অবৈধ টা থিক আছে। মৌখিক আদেশ পালন না করে কিভাবে ঊর্ধ্বতন কে আদেশ দিতে হবে? তাহলে তো বাহিনী তে কমান্ড - কন্ট্রোল থাকবেই না
• অধঃস্তন কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদোন্নতির মত পন্থা অবলম্বন করতে হবে। - সেই যোগ্যতা যদি থাকে। সেটা কোন মতেই ৫০ ভাগ না। ৫-১০ ভাগ হতে পারে।
• বার্ষিক নৈমিত্তিক ছুটি ২০ দিনের পরিবর্তে ৬০ দিন করাতে হবে।- অসামঞ্জস্য
• ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত অধঃস্থন কর্মচারীদের সোর্স মানি দিতে হবে। - দেয়া যেতে পারে
• বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটে ১০ তারিখের মধ্যে টিএ এবং ডিএ বিল পরিশোধ করতে হবে।- আভ্যন্তরীণ বিষয়
• নতুন বেতন স্কেল প্রণয়ন করতে হবে।- এটা সবার ঈ দাবি।
• ঝুঁকিভাতা বাড়াতে হবে।- ক্ষেত্র বিশেষে।
• পুলিশ হেডকোয়ার্টারস থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি পুলিশ লাইন্স, থানা, ফাঁড়ি, গার্ড, ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।- জনগণের সাথে বন্ধুর মত আচরণ করলেই এগুলো যা আছে তা রাখলেই চলবে।
পুলিশ কি করেছিল এতদিন আমরা সবাই জানি। আন্দোলন এর সময়কার অভিনয় বাদেও, এমনিতেই এদের যে দাপট ছিল তা চোখে পরার মত। পুলিশ এর এমন অবস্থা দেখে আমি এক সাধারণ নাগরিক হিসেবে শঙ্কিত, দেশে যদি কোন বাইরের আগ্রাসন বা যুদ্ধ লেগে যায়, এরা সবাই কাপুরুষের মত পালাবে। দেশ তা ইউনিফরম পরা কাপুরুষে ভরে গেছে। এবং এরা এতটাই ধূর্ত যে নিজের পাপকর্ম ঢাকার জন্য প্রশাসন কে দোষ চাপিয়ে গা ঢাকা দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৫