রামগড় খাগড়াছড়ি জেলার উত্তরদিকে অবস্থিত একটি সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলায় দেশের অন্যতম বড় একটি চা বাগান রয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর সবুজ চা বাগান একে করে তুলেছে অত্যন্ত সৌন্দর্যময়।
(আমি একজনরামগড় ইন্থুসিয়াস্ট আবার শখের বসে ফটো বা ভিডিও করে থাকি, আমার এই ব্লগ এর ভিডিও দেখতে পারেন এই লিঙ্ক : ভিডিও প্লে না হলে এখানে ক্লিক করুন
কিভাবে যাবেন?
ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে, বারৈর হাট থেকে বায়ে খাগড়াছড়ি যাওয়ার রাস্তায় উঠে যাবেন। এরপর হোয়াকো বাজার থেকে বামে মোড় নিয়ে অল্প একটু দূরেই রামগড়। চট্টগ্রাম থেকে আরো একটি রাস্তা আছে, সেটি খাগড়াছড়ি জোয়ার জন্য ফটিকছ়ির রোড।
কি খাবেন?
লাঞ্চ করার সু ব্যাবস্থা রয়েছে। উপজেলা বাজারে আপনি মাছ, গরুর মাংস বা খাসির মাংস দিয়ে স্বল্প মূল্যে ভাল মানের খাবার খেতে পারবেন। যদিও বড় কোন রেস্টুরেন্ট নাই।
এছাড়া আর কি কি দেখবেন?
রামগড় উপজেলা পরিষদ এর সামনে একটি সুন্দর ছায়া শীতল ম্যান মেড লেক আছে। সেখান ঝুলন্ত ব্রিজ এ বিকাল টা কাটাতেও ভালোই লাগবে। সেলফি রোড বলে পরিচিত এক জায়গা আছে। ২ পাশে রাবার বাগান, তেমন একটা আহামরি লাগে নাই আমার কাছে। সেখানে ছবি উঠতে পারেন।
অবশেষে
রামগড় দেখার পর আপনি ট্যুর কন্টিনিউ করতে পারবেন। খাগড়াছড়ি এর দিকে চলে যেতে পারবেন। মাত্র দের ঘণ্টা লাগবে।
আমার ট্যুরের পুরো ভিডিও এখানে দেখতে পারেন:
রামগড় চা বাগানের ভ্রমণ গল্প
আরো কিছু ছবি দেখুন এখানে:
ম্যানমেইড লেক, রামগড় উপজেলা পরিষদ
নদীটির ওই পাশেই ভারতের সীমানা। একদম বর্ডারের কাছে চলে গিয়েছিলাম
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬