জ্যোৎস্ন রাঁতের এ ফালি চাঁদ
চিন্তিত আমি বসে আছি একা খোলা বাড়ান্দায়,
পশ্চিমের ঘোড় কাটেনি এখনও,
বাতাবি লেবুর গন্ধ ভেসে আসছে হাওয়ায়।
বিকেল এখন শেষ হতে শুরু,
রংধনুর রং ভেসে উঠেছে আকাশের কোনায়।
বান্ধবি তোর হাছনাহেনার গাছে, দুলছে ফুল দোলায় দোলায়,
আকাশ হয়েছে কালো রাত এসেছে ধারায়।
জ্যোৎস্নার আলোয় ভরেছে চারপাশ,
বন্ধু তোর আশা যাওয়ায়। বাকিটুকু পড়ুন