এটি অত্যন্ত পুরানো একটি ধাঁধাঁ:
রশিদ সাহেব তার সদ্যপরিচিত একজনের(করিম সাহেব) বাসায় যেয়ে তাঁর ছেলেমেয়ে ও তাদের বয়স সম্পর্কে জিজ্ঞেসা করলেন।
করিম সাহেব বললেন যে, তাঁর ৩ ছেলে।তখন রশিদ সাহেব তাদের বয়স জানতে চাইলে তিনি বললেন যে তাদের বয়সের গুণফল ৩৬।
রশিদ সাহেবও কম যান না...তিনি হিসেব করে বললেন যে এই তথ্য তাদের বয়স বের করার জন্য যথেষ্ট নয়।তখন করিম সাহেব বললেন যে,তিনি যদি তাঁকে বয়সের সমষ্টিও বলে দেন তাও তিনি তাদের বয়স বের করতে পারবেন না;তখন রশিদ সাহেব তাঁকে আরও কিছু তথ্য দিতে বললেন।তখন করিম সাহেব বললেন যে, তাঁর বড় ছেলে বই পড়তে ভালবাসে।
রশিদ সাহেব করিম সাহেবকে অবাক করে তাঁর ছেলেদের বয়স বলে দিলেন......
আপনিও চেষ্টা করে দেখুন তাদের বয়স বের করতে পারেন কিনা....
(এটা কিন্তু ওই আলু পটলের মত না,এর সমাধান আছে)
(ধাঁধাঁটা বেশি গাণিতিক হয়ে গেলে ক্ষমা চাইছি....)