যারা অফিস বাসা দুটোই সামাল দেন তাদের থাকতে হয় সবসময় ফিট। তবে বললেই তো সব সময় ফিট থাকা বেশিরভাগের জন্যই সম্ভব হয় না।
অনেক সময় অফিসের মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। আবার অফিস থেকেই কোনো অনুষ্ঠানে যেতে হচ্ছে। এক্ষেকে মেইকআপ এক বিশাল ঝক্কি ঝামেলার ব্যাপার।
আবার অনুষ্ঠানে নিজেকে সবার মাঝে সুন্দর দেখাতে একটু মেইকআপ তো করতেই হয়। ভাবছেন কীভাবে অল্প সময়ে এটা সম্ভব!
এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড’য়ের অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ।
যাদের হাতে সময় একেবারেই নেই। তাদের জন্য বলছি, মেইকআপ করার জন্য বা অল্প সময়ে ‘পিকচার পারফেক্ট’ হতে মাত্র ১০ মিনিটই যথেষ্ট। এরমধ্যেই নিজেকে আরও সুন্দর করে তোলা যায়।
ফাউন্ডেশন, আইলাইনার, ব্লাশন, লিপলাইনারের মতো শুধু ছোট ছোট কয়েকটা জিনিসের ব্যবহারের সঠিক কায়দাই খুব কম সময়েই চেহারায় যোগ করতে পারে নতুন মাত্রা। এজন্য দরকার অভ্যস্ততা।
একবার আয়ত্ব করে নিতে পারলেই দেখবেন শত ব্যস্ততার মাঝেও অনায়াসেই আপনিও কম সময়ে নিজেকে সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। এজন্য জানতে হবে মৌলিক কয়েকটি ধাপ।
বিস্তারিত
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬