যদি, বাংলাদেশটা হয়ে যেতো মালয়শিয়া , সিংগাপুর-
আমি বিষুব রেখার কেন্দ্রে দাড়িয়ে
দু'ঠোট ছুয়ে দ্রাঘিমা তোমার , যেতাম হারিয়ে।
চুমুতে চুমুতে ভরিয়ে দিতাম
তোমার প্রতিটি তিল।
পুত্রাজায়ার নকশা দেখে সাজিয়ে দিতাম
বনানী আর পল্টন, মতিঝিল।
তোমাকে চুম্বন করলে ...
যদি আকাশ থেকে বৃষ্টির ভেতরে
বকুলের মতো ঝড়তো..
ধান,চাল
মশারির ডাল।
তাহলে বিশকোটি লোকের মোনাজাতে
প্রার্থনা করতাম তোমার চুম্বন, প্রিয়তমা।
আমি জানি সেরকম কিছুই হবে না।
বড় জোড় হবে- শব্দের ফুলে
কালজয়ী কোনো গান
প্রথমত আমি তোমাকে চাই..
দ্বিতীয়ত আমি তোমাকে. চাই। ভরাতে তোমার প্রাণ।
তোমাকে চুম্বন করলে..
যদি, গোলার বদলে গোলাপ ছুড়তো বিডিআর , বি এস এফ
আমি চৈত্রের রোদে অনশন করে
তোমার আসার প্রতীক্ষাতে দাড়িয়ে রইতাম পক্ষকাল।
ধরে থাকতাম যন্ত্রের এই যন্ত্রনাতে হ্রদয়ের হাল।
আমি জানি-সেরকম কিছুই হবে না।
বড় জোড় হবে ফ্লাগ মিটিং-এ
জরূরী বৈঠক-
বড় জোড়, কেপে উঠবে ষ্টেডিয়াম,
শুনবে যখন হৃদয়ের ধ্বক ধ্বক।
তোমাকে চুম্বন করলে ...
যদি একবার,হাসিনা খালেদা করতো আলিঙ্গন-
তোমাকে সখি, দিতাম আমি
জনমের বন্ধন।
আমি জানি- সেরকম কিছুই হবে না।
বড় জোড় তুমি বনলতা হবে
আমি জীবনানন্দ-
তবু কাটবে না তোমার মনের
অনেক মামুলি দ্বন্দ।
তোমাকে চুম্বন করলে..
আমার নেতারা যদি হয়ে যেতো গান্ধীর মতো লীডার-
শিশুদের মতো লুকিয়ে খেতো না গম,দুধ আর ফিডার..
বুঝতো- দেশটা মায়ের মতো,
ধুলোয় লুটিয়ে দিতো না সম্মান-
বিধবারা পেতো ফিরে তার বাড়ী
শোকের মাতমে আগষ্ট হতো না ম্লান।
আমি জানি -সেরকম কিছুই হবে না।
বড় জোড় হবে আলোতে ঝালানো
আফ্রোদিতির আপেলের উদ্যান।
সঙ্গে তোমার অনেক কিছু
বুঝেও, না বোঝার ভান।
তোমাকে চুম্বন করলে..
থামাতো যদি অস্ত্র মোহরা..
লিবারেল, কংগ্রেস..
বুঝতাম আমি। পৃথিবী হতে চলেছে সভ্য ।
হচ্ছে প্রোগেস।
জানি হয়তো -সেরকম কিছুই হবে না।
বড় জোড় তুমি সখিনা থেকে
হয়ে যাবে কোনো কেট উইন্সলেট।
আরো আগে এলে এগুতে,হোয়াই
ইউ আর সো লেট ?
তোমাকে চুম্বন করলে ...
যদি এই দেশে না পেতো কেউ
দূদকের দর্শন ?.
মায়ের আচল, থেকে চুরি করে
মেটাতো না কেউ নিজেদের প্রয়োজন।
দূর্নীতি সব ফুল, পাখি হয়ে
গানের ক্লাসে সুবহে সাদিকে
করতো শুধু রাগ ভৈরবী
রেওয়াজের আয়োজন।
আমি জানি-সেরকম কিছুই হবে না।
বড় জোড় তুমি আমার তালিমে
হয়ে উঠবে লতা মঙ্গেশ
অথবা একটি সাবিনা ইয়াসমিন-
কিংবা ধরো তোমার ভাষাতে
গান গাইবে রাশিয়া' টিভিতে
সম্মুখে আসা একদিন,একদিন !!
তোমাকে চুম্বন করলে..
রবীন্দ্র নাথ ফিরিয়ে যদি
নিতেন তার ঐ বানী..
রেখেছো বাঙালি করে, মানুষ করো নি।
কী কারনে তিনি বাঙালিকে দেখে
এ কথা বলেছেন ?
যদি জানতাম,তোমার দিকে ছুটে আসতাম
চায়নার কাছে কিনে নিয়ে , দ্রুতগামী
হাইড্রোলিক নয়া ট্রেন।
আমি জানি-সেরকম কিছুই হবে না।
বড়জোড় হবে
সঞ্জয় বনশালি..
বড় জোড় হবে
দেবদাস দেবদাস।
বড় জোড় হবে
বাদলও দিনের প্রথম কদম ফুল..
বড় জোড় হবে
কানের নিকটে
গরম গরম শ্বাস।
নেলসন ম্যান্ডেলা কিংবা ইয়াসির আরাফাত-
ফ্রিদেল ক্যাষ্ট্রো বা ওবামার ধারাপাত..
যার কথা বলো
যেই পথে চলো..
সকলের মনে , হৃদয়ে সে প্রেম
১০০ তে পাবে ৮০.
তরতাজা এক আজব এ প্রেম
কখনো হয় না বাসি।
তাদের দেশটি তাদের কাছে
নিজেদের নিশ্বাস।
জীবনের থেকে প্রিয় স্ব-দেশ
দেয় তারা আশ্বাস।
প্রেমের চেয়েও স্ব-দেশ প্রেমের মূল্য অনেক বেশী।
শত্রু এলে শক্ত হয়ে উঠবে আরো পেশী।
আমি দেবো এক নতুন বাংলা
যদি রাখো বিশ্বাস।