জীবনের প্রতি বিতৃষ্ঞা এসে গেছে।এখন আর কিছুই
ভালো লাগে না।কেন জানি সবকিছুর উপর থেকেই
আগ্রহ হারিয়ে ফেলছি।পৃথিবীটাকে কেন যেন
অর্থহীন মনে হয়।অবশ্য পৃথিবী মোটেও অর্থহীন
না।তবে পৃথিবীর কতিপয় মানুষের জন্য এই
পৃথিবীটা অর্থহীন মনে হয়।আসলে কেউ কখনো চায়
না তার আসল রূপটা বাইরে প্রকাশ পাক।তবে সে
তার মনের অজান্তেই নিজের রূপ প্রকাশ করে
ফেলে।আসলে গিরগিটি নামক সরীসৃপ এবং মানুষ এর
মধ্যে কোনো পার্থক্য নেয়।গিরগিটিও বর্ণচোরা
আবার মানুষও বর্ণচোরা।মানুষ আর একটি গুণ হল
তার আশেপাশের লোকগুলোর পিছে লেগে থাকা।মানুষ
কেন যে এমন করে তা আমি জানি না।তবে এইটুকু
বুঝি তারা কাজটি খুব enjoy করে।যাকে/যাদেরকে
খুব ভালো মনে করি তারাই হঠাত করে কেমন জানি
হয়ে যায়।কারণ সে তো বর্ণচোরা।বর্ণ বদলানোই
তার কাজ।সে/তারা আমার কাছে একরকম আচরণ
করে আবার আপনার কাছে আরেক রকম।আর যখন
আমি আর আপনি এক হয়ে যাব তখন সে/তার আসল
রূপটি প্রকাশ পাবে।এতে করে তার/তাদের প্রতি
আমার এবং আপনার উভয়েরই এক প্রকারের ঘৃণা
সৃষ্টি হবে।অবশ্য আমরা সে ঘৃণার বহিঃপ্রকাশ
ঘটাব না।কারণ আমরাও তো মানুষ।অর্থ্যাৎ
আমরাও বর্ণচোরা।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ১০:২৯