নিম্নের ব্যবস্থাটা শিক্ষানীতি-২০০৯ এর অন্তর্ভূক্ত করা যেতে পারে।
এসএসসি, এইচএসসি, স্নাতক ও মাস্টার্স পরীক্ষার পর সকল পরীক্ষার্থীকে ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত (যেমন ৩/৪ মাস) ইন্টার্ণীশিপ করতে হবে। ফলাফল প্রকাশের পর সনদপত্র গ্রহণের সময় ঐ সকল প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে।
ইন্টার্ণীশিপ করতে হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (যেমন-প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়) সরকারি/আধা সরকারি/স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে।
এতে যে সুফল যাবে তা হলো- (১) জনবল সংকটের সমাধান হবে (২) দক্ষ জনবল তৈরি হবে (৩) পরীক্ষার পর বেকার জীবনে ছেলেমেয়রা সন্ত্রাস, মাদক, অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে তা থেকে বিরত থাকবে (৪) পরীক্ষার পর বিভিন্ন কোচিং সেন্টারের যে ভর্তি-বাণিজ্য শুরু হয় তা বন্ধ হবে (৫) দুর্ণীতি বন্ধ হবে। (৬) জনবল কম থাকার অজুহাতে যে সকল কাজে বিলম্ব হয় তা দ্রুত হবে।