"আমি খুঁজি কোনো প্রকৃত প্রেমিক অথবা প্রেমিকাকে"
খুঁজে ফিরি ভালোবাসার প্রকৃত সংজ্ঞাটাও এরই ফাঁকেফাঁকে
পাইনা খুঁজে
ঘেঁটেছি অনেক, দেখেছি বহু
গিয়েছি অনেকটা বুঝে
বাস্তবে কতো প্রেমিক প্রেমিকাকেইতো চিনি
ভালোবাসার ফসল না-ফলুক প্রেমিক প্রেমিকারা মুখের কথায় ফলিয়েছে উর্বরা জমিতে ফসল
অথচ কাজের বেলায় তাদের সবই নকল
দেখেদেখে নিজেও শিখেছি কম নয় - ঢের
ওজন দিলে হবে তা দশ-বারো সের
চারিদিকে আজ ভালোবাসা বাসির জোয়ার
মিথ্যে আশ্বাসের বাহার-
ভালোবাসাটা রবে চিরদিন এ চিত্তে
আমি হতে রাজি তীব্র প্রদাহ সমালোচকের পিত্তে ।
তুমি যদি চাও সুউচ্চ পাহাড় ডিঙাবো
প্রয়োজনে পদ্মা সাঁতরাবো
শঙ্খচূরের মণি এনে দেবো তুমি চাইলে
মুক্তোমনির খুঁজে ডুব দেবো সমুদ্রতলে
মিথ্যে কথার বিশ্বাসে এরা হারায় দিশা
আধুনিকতার নামে প্রেমের এ কেমন দেখছি দৈন্যদশা!
ভালোবাসার এমন দুঃসময়ে
প্রকৃত ভালোবাসা খুঁজি হয়ে তন্যতন্য
ভালোবাসাটা আজ হয়ে গেছে ফরমালিন মেশানো পণ্য।