এস আর মানে সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ কী? প্রোডাক্ট বেচা। ধরেন ‘সে’ও সেলস রিপ্রেজেন্টেটিভ। ‘তার’ প্রডাক্ট হলো তার শরীর। এস আর রাস্তায় হাঁইটা হাঁইটা এই দোকানে সেই দোকানে গিয়া প্রডাক্ট বেচার চেষ্টা করে, এই করে সে রোজগার করে, তা দিয়া সংসার চালায়। ‘সে’ও আপনার আমার কাছে আসে, ‘তার’ কাছে আপনি আমি হইলাম দোকান, এস আর যেমন তার প্রডাক্টের নানাভাবে পাবলিসিটি করে, ‘সে’ও নানাভাবে তার ফিগার দেখায়া পাবলিসিটি করে। দোকানদারের ইচ্ছা হইলে, লাগলে সে এস আরের প্রডাক্ট কিনে, না লাগলে কিনে না। আপনের আমারও যদি লাগে ‘তার’ শরীর কিনবেন, ভালো না লাগলে কিনবেন না।
এখন আপনার যদি এস আরের প্রফেশনটা পছন্দ না হয়, তাইলে আপনি তো এসআররে গালি দিতে পারেন না, ঘৃণা করতে পারেন না। সেই অধিকার আপনার নাই। একই কথা ‘তার’ কাজের বেলায়ও প্রযোজ্য। ‘তার’ কাজ যদি আপনার পছন্দ না হয়, পারলে ‘তারে’ অন্য কাজের ব্যবস্থা কইরা দেন, গাইল পাড়েন ক্যান? গাল আছে বইলা গাইল দিতে হবে?
শালা ভদ্রলোক!
ছরি! আমিও তো গালি দিয়ে ফেললাম!
ছবির লিংক
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১২:২৬