একটি পতাকা
একটা পতাকা , লাল সবুজের পতাকা, হালকা বাতাসে ডানে বামে ওরছে , যখন আর একটু ভালো করে লক্ষ্য করলাম , একটা রিক্সার পিছন দিকে একটা বাশের ছোট কঞ্চির মধ্যে বেদে ওরিয়ে দিয়েছে, আমাদের জীবন পতাকা , আমাদের মরন পতাকা , পতাকা হু এই পতাকা , এক জন দিন মুজুরের রক্ত পানি করে আয় করা টাকার পতাকা , আমার পতাকা আমাদের পতাকা । জীবন যাকে প্রতিনীয়ত দারিদ্রের কাসাগাত করছে , সে স্বাধীনতার পতিক , স্বাধীনতা বহন করে চলেছে ঢাকা শহরের ব্যাস্ত রাস্তা ধরে ।
আমরা বড় বেশি ব্যাস্ত হয়ে ওঠেছি নাগরিক জীবন নিয়ে , নিজেকে নিয়ে ভাবতে ভাবতে আত্ত কেন্দ্রিক হয়ে ওঠেছি দিন কি দিন। জীবনের নব রুপ রেখা , নতুন ভাবে অনেকটা , অতীত ধুয়ে মুছে নতুন বাবে নতুন রুপে , পারিবারিক , সমাজিক , এবং অস্তিত্ত্বের কথা ও ভূলে , ঘুরে ফিরে আত্ত কেন্দ্রিক হয়ে ওঠছি । সব কি ভূলা যায়? সব কি ভুলতে চাওয়া ঠিক?
একটা পতাকা যা দেখা মাএ আমরা থমকে যাই , একটা পতাকা যেটাকে আমরা গভীর ভাবে অনুভব করি, আমদের পত্যেকের একটা করে পতাকা থাকা উচিত, না হয় পত্যেক ঘরে একটা করে। নবাগতরা যেন জানতে চায়, পতাকা দেখে । কেন এই পতাকা তৈরি হল? কেন একটি পতাকার জন্যে ৩০ লক্ষ মানুষ শহীদ হল?
কেন একটি পতাকার জন্যে ২ লক্ষ মা-বোন সব হারাল? কেন একটি পতাকার জন্যে যোদ্ব হল যদি একটি পতাকা ঘরে থাকে। একটা পতাকা যদি দেখতে এত সুন্দর হয় ,এর ঘ্রান কত ভালো লাগবে ? যদি একবার ছুয়ে দেখি তাহলে কেমন লাগবে? হয় তবা সারা শরীরের রক্ত গুল একবার তারুণ্যর সাথে জেগে ওঠবে ,আমার কাছে একটা পতাকা থাকবে এটা আমার গর্ব , এ আমার রক্তে বেজা পতাকা , আমার কাছে থাকবে , একবারে বুকের কাছে ,