চাইতে হয়, চাইলেই হয়
কত দিন আর এবাবে চলবে, কত দিন আর চুপ করে থাকবো, কত দিন আর অন্যের দেখানো ভূল পথে চলবো, আর কত দিন ভূল কে সঠিক বলে চালিয়ে যাবো, কত আর মানিয়েনিব নিজেকে , নিজেকে মানতে মানতে নিজের সত্তা, বিভেক , মানবিকতা , মননশীলতা, সামাজিকতা, সব হারিয়ে ফেলেছি কিছুই বাকি নেই , নিজের জাতি , সমাজ , আর সন্তানদের কে দেবার মত , আগামি প্রজন্মে যে মানব সন্তান আমাদের সোনার বাংলায় জন্ম গ্রহণ করবে সে হয় তবা , জানবে হয় তবা টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া, বাম হাতে টাকা নেওয়া , গুস দেওয়া কোন অপরাধ নয়। কোন কাজ যোগ্যতা দিয়ে করা যায় না , তা গুস দিলে হয় । আমাদের দেশ এ নাকি সব সম্ভব তবে , অসম্ভব বলতে কিছু নাই , কারন দেশ চলে মামা আর মামুর জোরে । বাংলাদেশের কর্মস্থলে এই ভাইরাস এমন ভাবে ছড়িয়েছে , অনেকটা (এইচআইভি) এর মত, যা সঙ্গে আছে কিন্তু বুঝতে পারছেন না , আর যখন বুঝতে পারছেন তখন কিছু করার থাকবেনা । কারণ তখন আপনি পুরপুরি জরিয়ে পরেছেন, আক্রান্ত হয়ে গেছেন ভাইরাসে। মেধা দিয়ে কিছুই হয়না , আমাদের দেশে, মামা আর মামুর ঝুরে দেশ পুরপুরি গ্রাস করেছে।
আসুন আমরা শুরু করি । না আমি শুরু করি, যদি আমি শুরু করি , তাহলে আগামিকাল দেখবেন আমাদের দ্বারা শুরু হয়েগেছে। নিজেকে বদলাতে হবে আগে । চিন্তা করতে হবে মানবিক দিক থেকে । আজ থেকে , এখন থেকে নিজেকে , নতুন ভাবে নতুন একটা সংগ্রামের পথে হাঁটা শুরু করুন। আজ থেকে অন্যেও কোথাও না হুক facebook এর মত জায়গা থেকে । আথবা ব্লগ এর মধ্যে ,
এক দিন আমরা নিশ্চয় জয়ী হব । চাইতে হয় , চাইলেই হয়।