বাংলাদেশ ডিজিটাল হচ্ছে , কিন্তু যে হারে দেশ পদ্মার গর্ভে বিলিন হচ্ছে, দেশ থাকলে তবেই না ডিজিটাল হবে , অন্যে সব ভাঙ্গন এর কথা বাদ দিলাম কিন্ত মাওয়া ঘাট ও ভাঙ্গল শেষ পর্যন্ত , শেষ রক্ষা পেল না আর পদ্মার পারে ভহু জায়গায় ত ভাঙ্গছে প্রতিদিন, কবে মক্তি পাবে মানুষ ঘর হারা ভীটা হাড়া হওয়া থেকে ?
, অন্যে দিকে বন্যায় তলিয়ে যাচ্ছে দেশের অনেক এলাকা , পানির নিচে কি দেশ ডিজিটাল হবে , নগরায়ন করতে করতে , ডিজিটাল করতে করতে , গ্রাম কে ভুলে গেলে চলবে কি , আর মনে রাখতে হবে গ্রাম থেকে শহরায়ন এর শুরু হয় ,পল্লীকে বাদ দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না , তাই গ্রামকে বাচাতে হবে আগে .....................।।