জীবন
নিজেরে লোকায়াছী সমাজের তলে
অন্ধকারেই আধার খুজি
কোথায় পাবো ছায়া খুজে।
তার পরও আরাল করি, কল্পনায় ও নিজেরে
বাস্তবতার মূল্যেবোদ , জাগাই না মনে
নিজেরে পাইনা, খুজি না নিজের মাঝে ।
অন্ধকারে আধার খুজি
কোথায় পাবো ছায়া খুজে।
নিশাচর আমি নিশির গান গাই
মধ্যে প্রহরীতে নিজেরে বিলাই
ঈশ্বর যদি লিখেন , জীবন পান্ডলীপি
তাহলে কেন আমি , আমার জীবনের এই গতি
কেন আমি নই কারো মা , নই কেন কারো স্ত্রী
আমার জীবন কেন হবে , অন্ধকার সাথী
কেন এই ভাবে কাটবে জীবন
এই কেমন বিধাতার নীতি
কেন অবহেলা আর অন্ধকার সাথী
হয়ে থাকবো দিবা রাএি ।
কেন পথ হারা পথিক আমি
না থামতে পারছি না চলতে পারছি
ফেসে গেছি একটা একটা জালে
গন্তব্যবের কোন ঠিক নেই
আমার পথ কে দেখাবে , আমি হারিয়েছি এই কোন পথে
তুমি সব ক্ষমতার মালিক হে প্রভু
পথ দেখাও মোরে,
বদলে দাও, সমাজ ব্যবস্থা
পৃথিবীর রূপটারে।
যেন আমি বাচতে পারি মাথা তুলে
শ্বাস নিতে পারি প্রণ ভরে,
যেন হাসতে পারি প্রান খুলে
হতে পারি কারো মা, কারো বোন
কারো জীবন সঙ্গিনী চিরদিনের তরে।