পদ্মা সেতু







যাই হোক পদ্মা সেতু মেগাসিরিয়ালের পরবর্তী পর্বে কি কি থাকতে পারে এক্তু দেখি
১.প্রথমেই বলা হবে- বন্ড চাই না !!! সারচার্জই বসাতে হবে

২. মোবাইলে কথা বলার উপর সারচার্জ বসবে

৩. বউয়ের লগে যতবার অইডা করবেন





৪. একবেলা বাজার করা বন্ধ থাকবে

৫. ফেসবুকে লগইন করলেই সারচার্জ/ভ্যাট বসবে (যত্ত সব ফালতু লোক ফেসবুক ইউজ করে। খারা, তোগো ইক্টু ইসকুরু টাইট দেই)
৬. ব্যবসায়িরা প্রধানমন্ত্রীর তহবিলে মুক্তহস্তে দান করবে (কি সুন্দর ত্যাল। সামনে ঈদ। তাই, নো প্রবলেম, লেবু চিপার মতন, পাবলিকরে চিপ্পা, উশুল কইরা ফালামু



৭. সরকারি কর্মচারীরা একদিনের বেতন দিবে তহবিলে (তাতো দিবেই!!! বেতন তো তাদের বাড়ির বিলাইয়ের পকেট মানি)
৮. বেসরকারী কর্মচারীরাও একদিনের বেতন দিবে তহবিলে (দিতে বাধ্য !!! কি? দিবি না??? না দিলে জিপির মতন, ফায়ার লেটার চলে যাবে এস.এম.এস এ )
৯. দেশে কথামালা বিশ্ববিদ্যালয় নামে নতুন ভার্সিটি হবে (ভবিষ্যৎ মন্ত্রী সাপ্লাই কেন্দ্র



১০. মন্ত্রী গুলানের পারসেন্ট বেড়ে যাবে (যে যত বেশি কথা বলে তার তত বেশি পারসেন্ট)। সামনে মেহেরজানের মতন আরও ল্যাদানি আসছে !!!



১১. পেট্রলের দাম আকাশ ছোবে (প্রতিদিন বাস কন্টাক্টরদের সাথে আমরা রেসলিং করুম— লেডি বাস কন্টাক্টর চাই আমরা








১২. পদ্মার মা, পদ্মার বাপেরে ফালায়া, আর এক ব্যাডারে বিয়া করবে




আরও আইডিয়া থাকলে দেন। টাইম টু টাইম আপডেট করা হবে!!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩