মহান স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা।
আজ স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় উপস্থিত ছিলাম। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ১১ টার পর শেষ হয়। অনেক বক্তা। কয়েকজন বক্তার বক্তব্য সত্যিই খুবই সুন্দর এবং বেশ তথ্যবহুল। স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে: ইতিহাস, মু্ক্তিযুদ্ধের নারকীয় ঘটনার বর্ণনা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বরতা, স্বাধীনতা পরবর্তী ঘটনার অত্যন্ত সাবধানী বিশ্লেষণ ইত্যাদি।
কিন্তু একটা বিষয় আমি আগাগোড়া লক্ষ্য করলাম, কেউ ঘুণাক্ষরেও বর্তমান সরকারের কোন সমালোচনা করলেন না, বরং প্রতিটি কাজের প্রচুর প্রশংসা করলেন। কেউ সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক অবস্থার বিশ্লেষণে ক্ষমাতাসীন দলের কোন ত্রুটির কথা উচ্চারণ করলেন না। শুধু প্রশংসা এবং প্রশংসা।
অথচ এখানে উপস্থিত বক্তা এবং দর্শকদের মধ্যে অধিকাংশই উচ্চপদস্থ, দায়িত্বশীল এবং ক্ষমতাবান, অল্প কিছু সংখ্যা মানুষ সাধারণ জনগণ।
বুঝতে পারলাম না, তাঁরা কোন অসংগতি কি দেখতে পাননি, মানুষতো ভুল করতেই পারে, কিন্তু কারো কথায় তার লেশমাত্র ছিলো না। ভুল যদি নাই থাকে তাবে তো আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি, সমৃদ্ধতর উন্নত দেশে পরিণত হয়ে গেছি?
আসলে কি তাই?
আমরা কি তাহলে, ভালো কে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস হারিয়ে ফেলেছি?
আবারো সকলকে স্বাধীনতার হৃদয় নিংড়ানো গভীর ভালোবাসা।
ভালো থাকুন।