আমাদের কথোপকথনে বিপন্নতা বেড়ে যাচ্ছে খুব
টেলিফোন হ্যান্ডের সাথে পাল্লায় নামে সম্পর্কের জটিলতা
দৈনতা দিনভর বসে অংক ও সংখ্যার মাঝে
আমাদের মন যেন কালো কালো সেট আর
চোখ উৎকট সাদা।
দিন দিন ভান করি - ভানেরা খাপে খাপ
দিন দিন গান করি - গানেদের জয়ী হাত
রেডিওর ফ্রিকোয়েন্সিতে মাপ দেই প্রতি টোন
বক্তা বিরতিহীন বকি
শ্রোতা অতীষ্ঠ হয়ে উঠি
তবু নিরুপায়
আমরা দু জনেই হাসি আর গাল দেই মনে মনে
যেন দু জনেই পরপর আসা নাটক, বিজ্ঞাপন
ফ্রেশ জেলে দাত মাজি
ক্লোজ শট দেই
শার্টের কলারে ঘৃনারা লুকানো
আমাদের কথোপকথনে শুধু নৈর্বক্তিক শব্দ
আমাদের কথোপকথনে শুধু আমি ও ওও আমিও
আমাদের মধ্যে শুধু আমি ছাড়া আর আমরা নেই।
২৭.০৬.২০১০
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ সকাল ১১:৪৭