দেখো এ এমনি সময় যেন এ কখনো আমার সময় নয় | ভুল ভাবে এসে পরেছি ভুল খানে
মধ্য তালুতে রেখা বরাবর সোজা হয়ে উঠে কেমন একে বেকে গেছে
আমার যাওয়া হলো না কোথাও
হাতের বাকলের মাঝে পাতার প্রশাখার জালে অবিন্যস্থ পায়চারী সার |
বৃদ্ধাঙ্গুলির ছাপের মতন কাটাকুটি রয়ে গেল জন্মের মত
বহু বার ঘসেছি সুগন্ধি সাবানের ফেনা তুলে
বুদবুদের আয়নায় রক্ত পেয়ে আমি হাত তুলে রেখেছিলাম জল থেকে রোদ্দুরে
অমনি খরা দাওয়ায় মাদুর পেতে অবলীলায়
ভরা নদী থেকে জল, মাঠ থেকে ঘাস, গাছ থেকে পাতা, পাতা থেকে রং
সব কেড়ে নিতে গেল |
অপ্রকৃতস্থ কথাদের অনুলিপি খোড়া সকল সাক্ষাত স্মারক
অজানাই রয়ে গেল প্রকাশের কারুকলা
অব্যাখ্যায়ো ভাবে হয়ে উঠি পরভাষী
একঘরে
মরা ছনে উলি লাগে
মরা বাঁশে ঘুন ধরে
অন্ধ পতঙ্গ খুটে খুটে খায় পায়ের পাতা ;
আমার যাওয়া হলো না কোথাও
পথ ভুল করে পরি ফের কোন পথে
আমার যাওয়া হবে না কোথাও |
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ রাত ১০:৪৭