অবশ্যই আমরা ঠান্ডা রাত্রে মাটিতে শুয়ে থাকতে পারি
আর উম নিতে পারি উনুনের
অবশ্যই আমরা গ্লাস গ্লাস জল খেতে পারি
চাপ কলে স্বাচ্ছন্দে বিনা চাপে
আর জ্বালানি ছাড়াই রান্না করি এবং গোগ্রাসে খেতে পারি।
অবশ্যই আমাদের শিশুরা অন্ধকারে ভুত দেখে ভয় পায় না
ইয়া বড় আগুনের শরীরে অভিভূত হয়ে ভাবে
আর কত লম্বায় সীমানার শেষ গাছ হবে পাতাহীন
অবশ্যই তারা দড়ি বেঁধে দুলনিতে দুলবে,
নিকিয়ে নেয়া ধান ক্ষেতে ম্যারাথন দৌড়
অবশ্যই তারা মজা পাবে আর মুখে বুড়বুড়ি দেবে
অবশ্যই আমরা স্বপ্ন দেখতে শুরু করব
নদীতল দিয়ে গোল গোল পাকে উঠে আসছে রূপোর পরী
অবশ্যই আমরা নিচু হওয়া জমিতে জল টেনে
চেখে নিতে পারি বড় বড় গাছ
অবশ্যই হলফ করে বলতে পারি, আমরা খাঁটি সোনা
শেষ হয়ে যাবার কথা থাকলেও
যারা টিকে আছে
অবশ্য যদি কেউ 'ক্ষতিপূরণ'-এর কথা বলে থাকে
বলুন, তার মত নিমকহারাম আর কে আছে !