যদি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় কাল্পনিক চরিত্রের একটি তালিকা করা হয় তাহলে ডিটেকটিভ শার্লক হোমস যে সে তালিকায় একেবারে প্রথম দিকেই থাকবে এতে কোনো সন্দেহ নেই। জীবনের প্রথম চাকুরীর ভাইভায় অংশগ্রহণের সময় একটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, " আপনার প্রিয় টপিক কি? " উত্তরে বলেছিলাম সাহিত্য। তখন আমার পড়া কিছু সাহিত্য ও সাহিত্যিকের নাম জিজ্ঞেস করা হয়। উত্তরে আরো কয়েকজনের নামের সাথে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের নামও বলেছিলাম। তখন ভাইভা বোর্ডের এইচ আর ডিপার্টমেন্টের ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন শার্লক হোমসের মূল থিম কি? উত্তরটা চট করে এক শব্দে দিতে পারিনি! কিন্তু ম্যাডাম বললেন অবজার্ভেশন! বুঝলাম ঠিকই বলেছেন তিনি। আমার উপস্থিত বুদ্ধি চট করে কাজ করেনি! আরো বুঝলাম তিনিও বেশ ভালো ভাবেই পড়েছেন শার্লক হোমস! সাহিত্যের একটি ধারা হলো গোয়েন্দা কাহিনী। তবে এ ধারায় মৌলিক সাহিত্যকর্ম সম্ভবত খুব বেশি নেই। আন্তর্জাতিক মানের গোয়েন্দা কাহিনীর নায়ক বলতে আমি ব্যাক্তিগতভাবে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস এবং আগাথা কৃস্টির এরকুল পোয়ারোকেই চিনি। জেমস বন্ড সম্ভবত ঠিক গোয়েন্দা কাহিনী নয় এটির ক্যাটাগরি করা হয় থ্রীলার! গোয়েন্দা কাহিনী অবশ্য সবার ফেভারিট নাও হতে পারে কিন্তু আমি বলবো শার্লক হোমস এমন এক চরিত্র যে নতুন নতুন ফেভারিট তৈরি করতে সক্ষম! আপনি যে ধরনের সাহিত্যপ্রেমী হোন না কেন তা নিশ্চয়ই হয়েছেন সেই ধারার সেরা কিছু লেখকের বই পড়েই! তেমনি শার্লক হোমস হলো গোয়েন্দা কাহিনীর গুরু! যদি কখনো না পড়ে থাকেন তাহলে শার্লক হোমস pdf একবার পড়েই দেখুন, ফ্যান হয়ে যাওয়ার সম্ভাবনা ৯০% আর যারা পড়েছেন তারাও চাইলে সংগ্রহে না থাকলে এখনই শার্লক হোমসের গোয়েন্দা গল্প pdf download করতে পারেন তাও আবার বেশ কয়েকটি প্রকাশনীর অনুবাদ সঙ্কলন!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২