ব্লগার-চরিত
আমরা যমপুরীতে গিয়া উপস্থিত হইলাম। যম দরবার করিয়া সিংহাসনে বসিয়া আছেন। পাশে স্তূপাকার খাতাপত্রের সহিত চিত্রগুপ্ত, সম্মুখে ডাঙ্গস হাতে ভীষণমূর্ত্তি যমদূতের পাল। আমাদের দুই জনকে যমদূতেরা সেই রাজসভায় হাজির করিল।
প্রথমে অপর একটি লোকটীর বিচার আরম্ভ হইল। চিত্রগুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন,
“তোমার নাম?”
সে উত্তর করিল, “আমার নাম বৃন্দাবন গুঁই।”
তাহার পর কোথায় নিবাস,... বাকিটুকু পড়ুন