জলের বিলবোর্ডে যে চাঁদ রাখে তার মুখ
সেখানেও আয়না পাতে তোমার মন,
আর তুমি মনান্তরের দেশে ডুবে যেতে যেতে
বলো- ভালোবাসি মেঘের প্রস্থান।
মেঘ এভাবেই আকাশের কাছে আসে
আর আকাশ কাছে যায় চন্দ্রের-সূর্যের
মানুষেরা সবসময়ই পরগামী হয়ে
লিখে রাখে পংক্তির প্রবাহ
প্রেমিক-প্রেমিকার ঠোঁটে বিনম্র পয়ার।
তারপর ভোর হয়। এই পথবাঁকে
মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে সূর্যের সমান্তরালে
পথিকেরা পথ খুঁজে।
যে পথে একদিন মিশে গিয়েছিল কয়েকটি
রক্তাক্ত অক্ষর।
ছবি - শারদ ভাদেকার
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৮