১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা। উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আচ্ছা , বইমেলা সরকারীকরণ কেন করা হয় ?
আমি বলছিলাম প্রধানমন্ত্রী আসুন - ভালো কথা।
কিন্তু উদ্বোধন করার দায়িত্ব দেয়া হোক দেশে কৃতি লেখক-লেখিকাদেরকে।
তারা বেলুন উড়িয়ে, পায়রা উড়িয়ে বাংলাভাষার অক্ষর শাণিত করুন।
তারাই এই কৃতিত্ব রাখেন, যারা সারাটি বছর ধরে গাঁথেন অক্ষরের মালা।
এই দিন কবে আসবে বাংলাদেশে , বিশ্বের অন্যান্য বইমেলার মতো ?