আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার পর থেকে নিজের প্রতিভার ঝলক প্রতিটি ফরম্যাটে দেখিয়েই যাচ্ছেন তিনি। ওয়ানডেতে অভিষেকেই পাঁচ উইকেট সহ পুরো সিরিজে ১৩ উইকেট নেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন। ফলাফল বয়স কম হলেও টেস্ট দলে ডাক। বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা
ওয়ানডের পাশাপাশি টেস্ট অভিষেকেও দেখালেন নজরকাড়া পারফরম্যান্স। অভিষেকেই চার উইকেট নিয়ে বলতে গেলে একাই প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে ধস নামান। পুরো ক্রিকেটবিশ্ব তাই আজ মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের পাশাপাশি সাবেক খেলোয়াড়রাও প্রশংসায় ভাসাচ্ছেন মুস্তাফিজকে। বাদ যান নি ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জেরকারও।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সঞ্জয় মাঞ্জেরকার মুস্তাফিজের প্রশংসায় লিখেন, ‘ক্রিকেটে ৯০ শতাংশ ব্যাটসম্যান কাভার দিয়ে মেরে খেলতে চায়। আর এখন এই কাভার দিয়ে মেরে খেলতে যাওয়ার সবচেয়ে বড় বাধার নাম মুস্তাফিজ।'
এছাড়াও ভারতের হয়ে খেলা আরেকজন খেলোয়াড় সুব্রামানিয়াম বদ্রিনাথ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার খেলা চলাকালীন সময়ে টুইটারে লিখেন, ‘মাত্রই লিখছিলাম যে দেখার বিষয় মুস্তাফিজ টেস্টে কেমন করে, আর তখনই মুস্তাফিজ তাঁর সেরা ওভারটি করলো। সেইসাথে সবকিছুর উত্তরও দিয়ে দিলো।
এবারই প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ ওভারের বেশি ব্যাটিং করতে পারলো বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮