যদি পৃথিবীর সব আলো নিভিয়ে দেওয়া হয়।কেমন দেখাবে রাতের আকাশকে? ভাবতে থাকুন।
আলোকশূন্য নগরীতে বসে আকাশের দিকে তাকিয়ে আমরা আকাশগঙ্গাকে (মিল্কিওয়ে) দেখতে পাব।ভাবতে পারেন কতটা উজ্জ্বল দেখাবে এই আকাশকে?
আমরা দেখতে পাব শতকোটি নক্ষত্রকে একসাথে। নকশীকাঁথার সুতোর মত আকাশকে সেলাই করে করে আছে নক্ষত্রগুলো।
বিশ্বাস করুন আর নাই করুন, আলোক দূষণ ছাড়া আমাদের আকাশ উপরের এই ছবির মতই মায়াবী হত।।
উপরের এই ছবিটিতে আলোকশূন্য সান ফ্রান্সিসকো নগরীকে দেখানো হয়েছে।
যদি আমাদের আকাশ এমন হত, তবে বলতামঃ
সব আলো নিভে গেলে,
মুগ্ধ হয়ে চেয়ে থাকি এই তারা ভরা আকাশে।
তাই, এইরকম সুন্দর আকাশ দেখতে বছরের একটা দিনকে ছুটি ঘোষণা করা উচিত। যেদিন পৃথিবীর সব আলো নেভানো থাকবে। পৃথিবীর মানুষেরা আকাশ দেখবে। শত নক্ষত্রে ছেয়ে যাওয়া আকাশ।
আরও কিছু ছবিঃ
ছবিঃইতালির নগরী রোম।
ছবিঃ ব্রাজিলের রিও ডি জেনারিও।
ছবি গুগুল থেকে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১