অবাক চাঁদ আজ জৎস্না বিহীন অসুস্থ এক আলো ছড়ায়
সে আলো আছড়ে পরে মাটিতে
পোড়া দুষিত আর কলুষিত গন্ধ ছড়িয়ে পরে বাতাসে
নিঃশ্বাস নিতে কষ্ট হয়
দম বন্ধ হয়ে যায়।
সাজানো স্বপ্ন গুলো নিমিষেই মিলিয়ে যায়
না না, এ তো জৎস্না নয়,
প্রখর রৌদ্র,
গায়ের চামড়া, পা, হাত পুড়ে অসহ্য ফুস্কুরি
যন্ত্রনয় চিৎকার করছি।
কেউ নেই শোনার মতো
ধীরে ধীরে আমি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পরি।
সূর্যের খোরতাপ কমে আসে
আবার সেই ম্লান জৎস্নার আলো
ঠিকরে পরে আমার ছিন্ন ভিন্ন গায়ে।
এক দুষিত, কলুষিত গন্ধ বাতাসে ভাসে।
আমি বুঝতে পারি, এ তো আমার ছিন্নভিন্ন দেহের গন্ধ
তার পরেও দম বন্ধ হয়ে আসে, আমি চিৎকার করি
ফুস্কুরিতে জ্বালা ধরে আবার,
প্রবল তৃষ্ণায় বুক ফেটে যায়।
আকাশে রোদ বাড়তে থাকে
নতুন করে নতুন ভাবে গা, হাত পা পুড়তে থাকে।
আমি বাচার চেষ্টা করি, আমি ডাকি, মুক্তি পেতে চাই
কিন্তু কেউ নেই,
আমি আবার ক্লান্ত হয়ে নতুন সূর্যদয়ের অপেক্ষা করি
নতুন ভাবে নিজেকে জ্বালাতে প্রস্তুত হই।
আর কাউকে ডাকিনা।