আমি সত্যি অনেক খুশি হয়েছি জার্মানি এই বিশ্বকাপে জয়ী হওয়ায়। তার এক মাত্র কারণ হোল বাংলাদেশের কিছু মানুষের বাড়াবাড়ি রকম শুধু আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষপাতিত্ব। আমাদের দেশের অনেকে ভুলেই গিয়েছে যে বিশ্বকাপ ফুটবলে এই দুই দেশ ছাড়া অন্য কোন দেশ ও খেলে। তাঁদের জন্য আজকে জার্মানির এই জয়টা জরুরি ছিল।
কথায় কথা আমাদের মাঝে ভালো খেলোয়াড়দের গালি দেয়ার একটা প্রবণতা আছে। আমার এক বন্ধু বলল ‘মেসি আজ কি খেলল ? একটাও গোল দিতে পারেনাই।’ আমার কথা হচ্ছে তারা তাঁদের সর্বচ্চ চেষ্টা করে খেলার মাঠে। আমরা ঘরে বসে খেলা দেখি শুধু। আমাদের যদি এই খেলার মাঠে ছেড়ে দেয়া হয় তখন আসলেই বুঝব কতো ল্যাঙে কতো গোল করা যায়। একটা খেলায় হার জিত থাকবেই। তার জন্য কাউকে গালি দেয়া বা খুশিতে আতশবাজি করার কিছু নেই।
কিছু কিছু অতি উৎসাহী মানুষ আবার হার জিত নিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আবার কেউ কেউ তর্ক পর্যন্ত করে। কেন? এসব করলেই কি যে দেশ হেরে গিয়েছে সেই দেশ জিতে যাবে? কি হাসসকর! আমাদের জীবন এতটাই সস্তা যে একটা খেলায় হেরে গেলেই সেই জীবন আর রাখা যাবে না? খেলা দেখো কিন্তু সেটাকে নিজের জীবনের একটা vital part করার কোন মানে হয় না।
আমি এই বিশ্বকাপ ফুটবলের দুইটা জিনিস বুঝতে পারিনা। কেন আর্জেন্টিনা বা ব্রাজিলের কোন দলের জয় বা পরাজয় হলে এরকম পিলে চমকে দেয়া আতশবাজি করে? এখন কিন্তু সেহরি করে অনেকেই নামাজ পড়ছে। অনেকে কুরান তেলওয়াত করছে, বা কেউ অসুস্থ থাকতে পারে। এসব দিকে লক্ষ্য করা কি উচিৎ না? একটু আগে আমি নামাজে দাঁড়িয়েছি এমন সময় একটা অদ্ভুত শব্দ করে বাজি ফাটার ফলে আমি চমকে গিয়ে নামাজে ভুল করে ফেলেছি। এটা কি আসলে ঠিক ?
আর দ্বিতীয় যে খটকা সেটা হোল এই আমাদের মাঝে কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনার সমর্থক, এর কারণটা কি? অন্য আরও দেশ খেলে। তাদের সমর্থন না করে শুধু এই দুই দেশের একটার সমর্থন আপনি কেন করেন একটু বলবেন প্লিজ ?
আমি নিচে কিছু প্রশ্ন করছি। সেগুলোর সঠিক উত্তর দিতে পারলে আমি বুঝবো আসলেই সত্যিকার অর্থে সমর্থন করা সাজে। আউল ফাউল কিছু না জেনে না বুঝে সমর্থন করার কোন মানেই হয় না।
আমি আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকদের কাছে প্রশ্ন করতে চাই –
১) কেন আপনি আর্জেন্টিনা / ব্রাজিলের সমর্থক?
২) কেন বাংলাদেশ সহ সারা বিশ্বে এই দুই দলের সমর্থন বেশি?
৩) আর্জেন্টিনার সমর্থকদের কাছে কেন ব্রাজিল সমর্থক আর ব্রাজিল সমর্থকদের কাছে আর্জেন্টিনা সমর্থকরা শত্রু ?
৪) আপনি কি আপনার সমর্থিত দলের সকল খেলোয়াড়, কোচ এবং সেই দেশের রাজধানী শহরের নাম জানেন? সেই দেশের বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম জানেন?
জানলে লিখে জানান।