আজকে আর্জেন্টিনা ফুটবল খেলায় সেমিফাইনালে জিতে ফাইনালের জন্য গেলো। পেনাল্টি শুটের মাধ্যমে এই জয়টা তাঁরা নেদারল্যান্ড এর থেকে ছিনিয়ে নিল। দুই দল অসম্ভভ ভালো খেলেছে। সত্যিকার অর্থে চিলি আর ব্রাজিলের খেলা, নেদারল্যান্ড আর আর্জেন্টিনার খেলা আর সেদিন কোস্টারিকা আর নেদারল্যান্ড এর খেলা দেখে চরম উপভোগ করেছি। আমি খেলা তেমন বুঝি না। কিন্তু খেলার উত্তেজনা সেটা কার পায়ে বল বেশি থাকছে তার উপর নির্ভর করে যে বোঝা যায় সেটা সেখার কিছু নেই।
খেলায় এক দল হারবে আর এক দল জিতবে এটাই নিয়ম। তাঁর জন্য উত্তেজিত হয়ে কাউকে গালি দেয়া বা নিজের বা অন্য কারো কোন ক্ষতি করার পক্ষপাতি আমি না। শুধু আমাদের দেশে না সারা বিশ্বে যে কারনেই হোক ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক বেশি। তাঁদের যদি জিজ্ঞেস করা হয় কি করণে তারা এই সাপোর্ট টা করে সেটার সঠিক উত্তর মনে হয় না অনেকে দিতে পারবে। সে ভিন্ন কথা। একটা দলকে সমর্থন করাই যায় তার মানে এই না যে ব্রাজিলের সমর্থক রা আর্জেন্টিনার শত্রু বা আর্জেন্টিনার সমর্থক রা ব্রাজিলের শত্রু। প্রায় যোগাযোগ মাধ্যম (ফেবু) তে দেখি এটা নিয়ে তুমুল ঝগড়া চলে। কিন্তু এই যে আমরা গলার রগ ফুলিয়ে ঝগড়া করি এমন কি দেখা যায় যে প্রিয় দল হেরে গেলে মনের দুঃখে আত্মহত্যা পর্যন্ত করে এতে কি লাভটা হয়?
সমর্থন আর সম্পর্ক দুটাই কি এক সাথে বজায় রাখা যায় না? আমাদের ভার্সিটিতে গতকাল ব্রাজিলের হেরে যাওয়া নিয়ে দুই বন্ধুর মাঝে খুব খারাপ ভাবে ঝগড়া হয়েছে। আজকে আর্জেন্টিনার জিতা নিয়েও আমাদের এখানে পটকা ফাটানো হচ্ছিল বলে ব্রাজিল সমর্থকদের সাথে মোটামুটি মারামারি অবস্থা। আমি দেখি আর হাসি। কোথাকার কোন দেশ ব্রাজিল আর আর্জেন্টিনা , তাঁদের হার জিত নিয়ে আমরা মারামারি কাটাকাটি করছি, তাঁরা কি আদও জানে যে বাঙালি একটা জাতি আছে যারা এতটা আবেগপ্রবণ? যারা সামান্য খেলা নিয়ে এরকম মারামারি কাটাকাটি করে?
সবার উদ্দেশ্যে বলছি, খেলা দেখ, উপভোগ কর, মজা কর কিন্তু সেটা একটা লিমিট পর্যন্ত। এতে অন্য কেউ যেন কষ্ট না পায়, আর নিজের ক্ষতি তো অবশ্যই করবে না। এটা শুধুই একটা খেলা, অন্য কিছু না।