প্রায় ২ বছর পর আবার ব্লগ। মাঝখানে ফেসবুকে নোট হতে হতে প্রায় ৬০ টা। ফেসবুক আর ব্লগের মধ্যে বড় পার্থক্য হল বিশেষত ফেসবুকে ট্যাগ করে কয়েকজন কে পড়তে বাধ্য করা যায়। ব্লগে যায় না।
ফেসবুকের পাঠকসংখ্যা সীমিত। কয়টা আর বন্ধু থাকে। ব্লগ অসীম। এখন তো আরো বেশি।
ব্লগে আপনাকে কেউ পচালে তাকে বাস্তবে ঠাটাতে পারবেন না। ফেসবুকে কিন্তু তাকে চোখের বালি করে রাখার সম্ভাবনা আছে।
বন্ধু বান্ধবদের পচায়ে নোট ফেসবুকে দেয়া যায়, ব্লগে না।
ব্লগে আপনি খবর, লিংক জাতীয় ফিড পাবেন। ফেসবুকে ছবি আর ছবি।
দুইটার দুই দিক আছে। কিন্তু ফেসবুকে নোটের কল্যানে অনেকটাই ব্লগের বিকল্প ব্যবহার করতে পারছিলাম। কিন্তু ফেসবুক বন্ধ।
দুর্ভাগ্য তাদের যাদের এই ফেসবুক বন্ধের মধ্যে বিবাহ বা জন্মদিন পড়েছে। ছবি দিয়ে আমাদের দুঃখ বাড়াতে পারছে না, আর যতই বলেন নোটিফিকেশন পেয়ে উইশ করলেও উইশ পেতে ভালোই লাগে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫