তবুও তোমরা পুড়ে গিয়ে, মরে গিয়ে, চাপা পড়ে প্রবৃদ্ধির চাকা সচল রেখো (রিপোস্ট)
ঘুমকাতুরে চোখে, দৃষ্টিহীন কুয়াশার মাঝেও তুমি স্বপ্ন খুজে বেড়াও,
সে স্বপ্নের মাঝে কেবল- একমুঠো বেছে থাকার আকুতি।
তোমার ক্ষিদার যন্ত্রণায়, তুমি ঘর ছেড়ে বাইরে এসে পা বাড়াও,
আমার ধূর্ত চোখে তা ধরা পরে অতি সহজেই।
আমি বুঝতে পারি তুমি ক্ষুধার্ত, ঘরে না খেতে পেরে হাড়জিরজিরে-পুস্টিহীনতায় ভোগা তোমার ছেলেমেয়ে,
আমি বুঝতে পারি, সবি বুঝতে পারি।
সময়ের প্রয়োজনে... বাকিটুকু পড়ুন