ছোট বেলা থেকে আমি রেসলিং এর ফ্যান। আমার নানা ও তার কিছু বন্ধুরা মিলে বাসায় ভিসিপি তে করে রেসলিং ম্যাচ দেখতো, তাদের সাথে আমিও দেখতাম। খুব মজা পেতাম রেসলিং দেখতে। এখনও সময় সুযোগ পেলে টেন স্পোর্সে Raw এবং Smack down দেখি। ক্লাস নাইন কি টেন এর দিকে রক, অস্টিনের বিশাল ফ্যান ছিলাম। আর ট্রিপল এইচ ছিল ওই সময়ের WWF এর ভিলেন। ট্রিপল এইচ এর সাথে WWF এর প্রেসিডেন্ট ভিন্স ম্যাকম্যানের মেয়ের প্রনয় ( পরবতির্তে বিয়ে ) থাকার সুবাদে প্রতি ম্যাচেই সে অতিরিক্ত সুবিধা পেত। বেশ কিছু ম্যাচে ভিন্স ম্যাকম্যানকেও প্রতক্ষভাবে সহায়তা করতে দেখা যেত। যদিও প্রতিটা ম্যাচ ছিল নাটক ও পাতানো। ভিন্স তার স্ক্রিপ্ট অনুযায়ী যাকে খুশি WWE তে হিরো বা ভিলেন বানায় এবং প্রয়োজনবোধে তাকে WWE থেকে নির্বাসিত করে দেয়। আবার তাকে দুই, তিন বা তার বেশী সময় পর তার ব্যবসায়ের খাতিরে ঐ সব ব্যাক্তি বর্গকে নতুন রূপে আর্বিভূত করে......
তদরূপে সামুতেও দেখা যাচ্ছে এক দল ব্লগার্স বহাল তবিয়তে নীতি মালা ভঙ্গ করেও নিরাপদ ভাবে ব্লগীং করছেন। আর অন্যদের পান থেকে চুন খসলে ওয়াচ, জেনারেল বা ব্যান করা হচ্ছে। এমন ব্লগার আছেন যাদের পোষ্টে আপত্তিকর কথাটার বাটন থাকে না। সার্চ করে তাদের পাওয়া যায় না.........
দন্ডিত ব্লগার্সদের কিছু দিন পর আবার সাজামুক্ত হচ্ছে......
আমি তিন মাসের কিছু সময় ধরে ব্লগীং করছি......
ব্লগীং এর অভিজ্ঞতাও বেশী না......
তিন মাস ধরে ব্লগীং করে আমার একটাই প্রশ্ন ............
সামু কি WWE এর মত আরেকটি মঞ্চায়ন হচ্ছে ????????
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:০০