আইলস্যা, কাঁচা বনাম খাইষ্টা এবং বলদা!
ধরুণ, আপনার কোনো পরিচিত আপনার কাছে নগদ ১০০০ টাকা ধার নিলো। ফেরত দিলো বিকাশ (ক্যাশ ইন) করে, ঐ ১০০০ টাকা। তাহলে আপনি মূলত ফেরত পেলেন ৯৮১.৮৪ টাকা, আপনার লস ১৮.১৬ টাকা।
আবার ধরুণ, আপনার পরিচিত কেউ আপনাকে ফোন করে বললো, বিশেষ প্রয়োজনে ১০০০ টাকা লাগবে। তখন আপনি সুবিবেচকের মতো (যেহেতু তার ১০০০ টাকাই লাগবে বলেছে, তাই) এজেন্ট থেকে বিকাশ (ক্যাশ ইন) করে আপনার পরিচিতকে খরচ ১৮.৫ টাকাসহ ১০০০ টাকা অর্থাৎ ১০১৮.৫ টাকা পাঠালেন। কিন্তু আপনার পরিচিত আপনাকে ফেরত দেওয়ার সময় ১০০০ টাকাই বিকাশ (ক্যাশ ইন) করলো। আপনি মূলত পেলেন ৯৮১.৫ টাকা!
তাহলে আপনার লস কত হলো জানেন? মাত্র ৩৬.৬৬ টাকা।
আর ১০০০ টাকা হাতে দিলে লস ১৮.৫ টাকা।
এক্ষেত্রে, আপনি যদি নিজ বিকাশ ওয়ালেট থেকে টাকা সরাসরি (সেন্ড মানি করে) পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেন্ড মানি করার জন্য অতিরিক্ত আরও ৫ টাকা গুনতে হয়েছে, অর্থাৎ আপনার পকেট থেকে চলে গেছে ১০২৩.৫ টাকা। আপনার লস হয়েছে মাত্র ৪১.৬৬ টাকা।
আপনার পরিচিত যদি সুবিবেচক হতেন তাহলে এক্ষেত্রে তার দেওয়া উচিৎ ছিলো যথাক্রমে ১০১৮.৫ বা ১০২৩.৫ টাকার খরচসহ ১০৩৭.৩৪ টাকা বা ১০৪২.৪৩ টাকা।
আর আপনি যদি কাউকে বিকাশ (ক্যাশ ইন) করে ১০০০ টাকাই দেন আর তিনি আপনাকে ১০০০ টাকাই ক্যাশ ইন (বা সেন্ড মানি) করেন, তাহলেও আপনার ক্ষতি ১৮.১৬ টাকা!
কোথাও কোথাও এজেন্ট অতিরিক্ত আরও ৫-১০ টাকা নিয়ে থাকেন, তাও অবশ্যই আপনারা হিসাব করতে পারেন।
আর টাকাটা দুই হাজার, তিন হাজার বা চার হাজার হলে যে ক্ষতির পরিমাণকে যথাক্রমে দুই, তিন বা চার দিয়ে গুণ করতে হবে তা বলাই বাহুল্য।
উপরের হিসাবগুলো কি অনেক জটিল লাগছে?
যদি তাই মনে হয়ে থাকে তাহলে একটা সহজ তথ্য দিচ্ছি যাতে সহজেই ঐকিক নিয়মে অংক করা যাবে।
১০১৮.৫ টাকা ওয়ালেটে থাকলে ওঠানো যায় ১০০০ টাকা।
উপরের লাইনটিকে সরাসরি বা উল্টিয়ে, প্রথম লাইন বিবেচনা করে ঐকিক নিয়মে হিসেব করে নিলেই অংক সহজ হয়ে যাবে।
এখন পরের প্রসঙ্গে আসি-
>আপনি যদি ঐকিক নিয়মে হাজারে সাড়ে আঠারো টাকা ধরে ক্যালকুলেটরে হিসেব করতেও কষ্টবোধ করেন তাহলে আপনি 'আইলস্যা'।
>আপনি যদি হিসেবটা হাজারে বিশ টাকা ধরে করেন তবে আপনি চালাক ও অংকে সামান্য 'কাঁচা'।
>যদি আপনি হিসেবটা মোটেও করতে না পারেন তাহলে আপনি অংকে 'অপটু'।
>>আর যদি আপনি সকল অংক আংশিক বা পূর্ণ করার পরও টাকা ব্যাক করার সময় তার প্রয়োগ না করেন তাহলে আপনি 'খাইষ্টা'।
>>>এক্ষেত্রে আইলস্যা, কাঁচা বা খাইষ্টা যাই হোন না কেনো, আপনি অবশ্যই একটা আস্ত 'বলদা'!
বিশেষ দ্রষ্টব্যঃ
এখানে পারিপার্শিক অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত (Ceteris Paribus) ও অবিবেচ্য ধরা হয়েছে।
কাউকে ধার দিতে নিরুৎসাহিত নয় বরং ধার পরিশোধে সচেতন করার চেষ্টা করা হয়েছে।
আর এই অংক কষার কারণে আমাকে কেউ খাইষ্টা বললেও তাতে আমার কিছু বলার নেই।