এক ছেলে ঘোড়া কিনতে গেছে ঘোড়ারহাট।
এক বৃদ্ধ ঘোড়া বিক্রেতা জিজ্ঞেস করলেন, "বাবা, ঘোড়া কি আপনার টাকায় কিনতে এসেছেন নাকি আপনার বাবার
টাকায়?"
ছেলেটি বলল, "বাবার টাকায়।" অতঃপর ছেলেটি অনেক দাম
দিয়ে ঐ ব্যাক্তির কাছেই তার
ঘোড়াটি কিনল।
যাবার সময় ছেলেটি জিজ্ঞেস করল,"আচ্ছা চাচা, আপনি কেন জিজ্ঞেস করলেন যে কার টাকায় আমি ঘোড়া কিনতে এসেছিলাম?"
প্রতিউত্তরে ঘোড়াবিক্রেতা বললেন, "যদি নিজের টাকায় কিনতেন তাহলে এত দাম দিয়ে কিনতে পারতেন না।"
ঘটনাটা আমার মায়ের মুখে শোনা। নিজের টাকার আর বাপের টাকার অথবা টাকায় কেনা জিনিসের দরদের
পার্থক্যটাও বিশাল। কথাটি সত্যিই উপলব্ধি করছি যখন দেখছি তিনমাস আগে নিজের উপার্জন করা এগার
হাজার টাকার মোবাইল
ফোনটি আজও কত
ধুয়ে মুছে রাখছি আর বাবার
কেনা প্রায় দুই লাখ টাকার বাইক রাস্তায় ফেলতেও একটুও বাধে না।
সত্যিই কামাই করা টাকার
মর্যাদা যেমন দরদও তেমন।