টাইমই পাই না! আর কারেন্টও থাকে না। লিখতে গিয়া ও লিখা হয় না। আচ্ছা আর ফাউ প্যাচাল না পাড়ি, মেইন কথা হইলো আমি খুব খুশির আর খুব দুঃক্ষের খবর সামুতে পোস্ট না করে থাকতে পারি না। লাইফে অনেক দুঃক্ষে আসি, লিখে শেষ করা যাবে না। ঐ গুলান বাদ দি। খুশির কথা লিখি।
আজকে যারা কালের কন্ঠ পড়সেন তারা তো ফিচার পাতায় নগর বালক নিয়ে ভালো একটা ফিচার দেখসেন মনে হয়, আর যারা দেখেন নাই তাদের জন্য লিংক দিয়ে দিলাম। (http://bit.ly/bvKolM)
মেইন পেপারে একটা ছবি ও আসে আমার। এমন গরু চোর লাগতেসে... যা একটু চান্স ছিলো সব শেষ । তবে লিখসে খুবই ভালো।
২য় আপডেটটাও খুশির! ১ তারিখ জীবনে প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছি। তাও আবার বাংলাদেশ সরকারের টাকায় কাহিনী সিম্পল! তেমন কিছু না। ইউনেস্কো প্রথমবারের মত স্টেইট অফ কুয়েতে একটা সাইন্স এন্ড আইসিটি এক্সপো করতেসে। তো বাংলাদেশ থেকে যেই দুইজন সিলেক্টেড, তাদের মধ্যে খুবই সৌভাগ্যক্রমে আমি একজন। বিস্তারিত ভ্রমন শেষ করিয়া লিখিবো।
এই হইলো আমার আপাতত প্রকাশ করিবার মত লাইফ আপডেট। আপনাদের খবর কি? কেমন যাচ্ছে দিনকাল?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:৪১