নগর বালক - প্রধান পাতা
নগর বালক টিম
ওয়েবসাইট নিয়ে টুকিটাকি কাজ করি ক্লাস সিক্স থেকে। আমার ওয়েবসাইট বানানো ইচ্ছা প্রথম হয় সামুতে লিখার পর। সামুতে পোস্ট করেই সি এম এস সম্পর্কে ধারনা। সামুর মানুষ যে কতটা ভালো তখন থেকে আমি বুঝি। এক্কেবারে প্রথমে নগর বালক নামে একটা ব্লগিং সাইট বানাই (সামুর ডেভেলপার, লাভলুদার সার্ভারে)। আমার ইচ্ছা ছিলো আমার বয়সী ইন্টারনেট ব্যাবহারকারীদের একসাথে করা, তারপর ছোটখাটো বিভিন্ন প্রোজেক্টে হাত দিবো। কিন্তু ব্লগিং দিয়ে আসলে সুবিধা করতে পাবি নি একদমই। নিজেদের মধ্যে একটা চমৎকার বন্ধুৎ গড়ে উঠলেও তেমন বড় করতে পরি নি নেটওয়ার্কটা। তখন আসতে চিন্তা করলাম, কি করলে আমার বয়সী ছেলেমেয়েদের কে আমি আমার নেটওয়ার্কে আনতে পারবো। ক্লাস এইটে উঠার পর মনে হয় বুঝলাম ফেইসবুকের জনপ্রিয়তা। পিটির লাইন থেকে শুরু করে, কান ধরে দাডিয়ে থাকা অবস্থায় ফেইসবুকের গল্প…
তখন চিন্তা করলাম, নাহ ব্লগের চেয়ে পোলাপান সোশিয়্যাল নেটওয়ার্কের উপর ঝোক বেশী।তারপর আর কি… সেই যে নেটওয়ার্ক বড় হওয়া শুরু আর থামে নাই। এখন নিজের সার্ভার আসে, আসতে আসতে সি এম এস এর উপর আকর্ষন হারাচ্ছি। তবে সি এম এস কে ভালো মত কাস্টমাইজ করতে পারলেও যথেষ্ট ভালো সাইট বানানো যায়। যাই হোক সেটা বিষয় না, আমরা সি এম এস ব্যাবহার করে মজা পাচ্ছি তবে আমরা সি এম এস ব্যাবহারের জন্য কাজ শুরু করি নাই
সব কথা শেষ কথা, আমি এই নতুন সাইটটার কাজ শেষ করার পর সামু তে লিখি নাই। সামুতে সবার সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তবে এবার একটা ভয় আসে, কারন কোন সময় ঊল্টা একশন হয় সার্চডাব্লিউথির মত। এখন পিচ্চি পিচ্চি কাজ করতেসি, এক সময় ভালো ভালো কাজ করবো। কোন প্রকার সীকৃতি, ক্রেডিটের দরকার নাই। আকাশে চাঁদ উঠলে তো এমনিই দেখা যাবে।
আজকে সকালে দেখলাম নগর বালকের এলেক্সা রাঙ্ক ১৩২ (লিঙ্কঃ http://www.alexa.com/siteinfo/nogorbalok.com) বাহ … আর মাত্র ৩২ টা সাইট। সামুর সবাইকে একটু আমাদের নগর বালকে উকি মারার অনুরোধ জানাচ্ছি। নগর বালকে এখন, ব্লগিং থেকে শুরু করে SocialNetwork এর প্রায় সব শক্তিশালী ফিচার রয়েছে। চ্যাট, ভিডিও শেয়ারিং, ফটো শেয়ারিং, প্রোফাইল, এক্টিভিটি স্ট্রীম,অনলাইন রেডিও, ছোট খাটো কিছু application সব আছে। তাও আবার বাংলা, ইংরেজী দুই ভাষায়। তবে এখনো বাংলার কিছু কিছু সমস্যা আছে।
সাইট লিঙ্কঃ http://www.nogorbalok.com/
ব্লগঃ http://blog.nogorbalok.com/
অনলাইন রেডিও – রেডিও মেট্রোঃ http://radiometrobd.net/
ফেইসবুক পেইজঃ http://www.facebook.com/nogorbalok
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৯