"মানুষ সুখী হয় কিসে?"
খেলা শেষে বাড়ি ফেরার পথে দশ বছরের এক কিশোরের মনে হঠাৎ করেই এই প্রশ্ন আসে। বলছি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের এক সন্ধ্যার কথা। যারা সেই সময়ে বেড়ে উঠেছেন, তাঁরাই জানেন কতটা জাদুকরী সময় ছিল সেই দশক। বাকিটা জীবন সে কিশোর শুধু এ প্রশ্নের উত্তরই খুঁজেছে। খুঁজেছে তাঁর নিজের মাঝে, খুঁজেছে প্রিয়জনদের ভিড়ে, সুখের সন্ধানে সে ফিরেছে পরিচিতদের পালে। তারই ধারাবাহিকতায় এ গল্পে উঠে এসেছে কিছু মোহনীয় উপাখ্যান। সমকালীন ঘটনাপঞ্জি। দিন শেষে সে প্রশ্নের উত্তর পেয়েছে কিনা সেটা পরে জানা যাবে, তবে চমৎকার কিছু জীবনকাব্যের সাক্ষী যে সে হতে পেরেছে - তা নিয়েই রচিত এই গল্পকথা। আমাদের আশেপাশেই প্রতিদিন রচিত হয় যে আনন্দ বেদনার কাব্য, স্রষ্টা স্বয়ং যার রচয়িতা, তা নিয়েই এক কিশোরের জবানবন্দি এই "সাক্ষী" উপন্যাস।
প্রিয় পাঠক, নষ্টালজির ভুবনে আপনাদের স্বাগতম। চলুন ডুব দেই সেই স্বপ্নের জগতে।
আমার ব্লগিংয়ের যারা নিয়মিত পাঠক, প্লিজ, বইটা একটু নাড়া চারা করবেন। আপনাদের উৎসাহ না পেলে প্রকাশকই আগামীবার আমার বই প্রকাশে আগ্রহ দেখাবেন না।
বই সম্পর্কে বিস্তারিত:
"সাক্ষী"
লেখক: মঞ্জুর চৌধুরী
প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না!
প্রকাশনী: নন্দন
সম্ভাব্য প্রকাশের তারিখ- ৫ ফেব্রুয়ারি
বইমেলা পরিবেশক: আনন্দম!
স্টল নাম্বার: ৩৮২
আপনার কপিটি সংগ্রহ করতে বা প্রিবুকিং দিতে এখুনি যোগাযোগ করুন:
https://m.facebook.com/story.php?story_fbid=2446443898759266&id=367618916641785
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২