গতকাল্য রমার কাজিন রায়মন আমাদের বাসায় বেড়াতে এসেছে । রায়মন রমার জেঠুর ছেলে, বয়সে ওর চেয়ে দু'চার বছরের বড়ই হবে । সাধারণত বাসায় কেউ বেড়াতে এলে রমা খুশিঁই হয় ,কিন্তু বায়মনের ব্যপারে উল্টো হলো ,রায়মনের উপস্থিতে রমা মনে হচ্ছে বিরক্তই হয়েছে । রমাকে এ বিষয়ে কয়েকবার বলার পর কোন উত্তর দিলো না , সকালে রমা বললো- তোমার আজ আপিসে যাওয়ার দরকার নেই তুমি বাসায়ই থাক , আমি যাই আপিসে । রমাকে বললুম- কি হয়েছে খুলে বলো তো , রমা কিছুটা নাকচ ভাব করতে করতে বললো:- আসলে রায়মনের একটু হাতচলে ।
আমি: হাতচলে মানে? কি বলো?
রমা: ঠিকি বলছি , ওর মারও এ দুষ ছিল ।
আমি: মানে তোমার জেঠি মাও ?
রমা: হুম, কারো অনুপস্থিতে কোথাও টাকা পয়সা পেলে ওরা সরিয়ে নেয় ।
আমি: তোমার জেঠুবাবুরও কি একই অবস্থা?
রমা: না না , উনি খুব ভালো লোক রায়মনের বোনও ভালো । শুধু-মা -ছেলে এমন ।
আমি:তোমাদের বংশে চোরও আছে তাহলে?
রমা: আরে ,আস্তে বলো না শুনে যাবে তো ?
আমি: তাহলে কি করবো, আপিস কামাই করে পাহারা দিব ওকে ?
রমা: একটিদিন দাও না লক্ষিটি , আজ তুমি দাও কাল আমি দিব , যদি ও না যায় ।
আমি: কতদিন থাকবে মনে হয় ?
রমা: সেচ্ছায় তো আর বলতে পারিনা ভাইটি, কবে যাবে তুমি ? কেমন দেখায় না -বল?
আমি: সত্যিই তো তাই , আমার খুব বিরক্ত লাগচ্ছে ।
রমা: আমার তো ওর আসার পর থেকেই লাগচ্ছে ।
আমি: কি করবে তাহলে?
রমা: চিন্তে করছি-ভালো কিছু রান্না করবো না , ভালো আপ্পায়ন না পেলে নিশ্চয় চলে যাবে ।
আমি: এটা ঠিক হবে বলো?
রমা: আচ্ছা সেটা পর দেখা যাবে আজ একটু সামলাও তুমি ।
আমি: আচ্ছা, তুমি যাও তাহলে আজকে ।
রমা: টাকা-পয়সা সাবধানে রেখে, মোবাইলও ।
-আচ্ছা
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩৪