বিলাসী একটা ছেলে
অদ্ভুদ তার গল্প
স্বপ্ন গড়ার কারিগর বটে
অসীম তার সংকল্প
বাধাহীন ছুটে চলা
অসীমের পানে
মুখে তার প্রাঞ্জল হাসি
সহসায় মানুষকে কাছে টানে
মানুষে মানুষে ভেদ হয়
তাকে দেখে কে বুঝবে হায়!
ধুলোর মানুষ, অট্টালিকার সাহেব
সবাই তার কাছে সম মূল্য পায়
দেখে লোভ হয়
বিধাতার সৃষ্ট তো আমিও
ক্ষুদ্র আমি সদা আমিত্ব নিয়ে মরছি
কতোটা নত সে; এতো প্রাচুর্য, জ্ঞান, বল আছে যদিও
একদিন আমিও হবো
যে স্বপ্নে আমি সদা ব্রত
সৎ, আমিত্ব বিহীন, সাদা মনের মানুষ
'বিলাসী' তবে 'মন বিলাসী' ঐ বালকের মতো।