"কবি নজরুলের আত্মা"
মানিক মোহাম্মদ ওমর
এ তো আমার সোনার বাংলা। লাখো শহীদের রক্ত , হাজারো বীরাঙ্গনার অশ্রু মিশে আছে এই মাটিতে ।
একি, স্বাধীন এই বাংলায় রাজাকারের গাড়ীতে আমার ভাইয়ের রক্ত মাখা পতাকা !
আমার এই বাংলায় রাজাকার মন্ত্রী হয় কি করে?
আমি বললাম, পুরো সরকারকে জুতো মারো।
ওরা বলল, আমি ভারতীয় দালাল।
আমার এদেশে থাকার কোন অধিকার নেই।
আমার বিচার হবে।
আমাদের সাবেক এক প্রেসিডেন্ট, যিনি ডাকাতি করে ক্ষমতায় এসেছিলেন, তিনি এখন দুই নারীর ভয়ে বিড়াল হয়ে গেছেন।
সকালে এক কথা বলেন তো বিকেলে আরেক কথা।
আর আমাদের সাংবাদিক ভাইয়েরা এসব প্রচার করে জনগনকে জীবন্ত বিনোদন দেন।
আমি বললাম, তিনি পাগল হয়ে গেছেন। তাকে পাগলা গারদে নিয়ে রাখো।
তিনি বললেন, আমি লেখকের ছদ্মবেশে "কলম সন্ত্রাসী" করছি।
আমার বিচার হতে হবে, নাহলে তিনি আত্মহত্যা করবেন।
আমাদের ইতিহাসে একজন শহীদ প্রেসিডেন্ট আছেন, যিনি সবাইকে ঘুম পাড়িয়ে ক্ষমতায় এসেছেন।
ক্ষমতায় এসে করেছেন সন্ত্রাসী। দেশটাকে চালিয়ে দিলেন উল্টো পথে।
আরেক ক্ষমতালোভী তাকে খেয়ে ফেলেছেন।
তাই তার চামচারা তাকে শহীদ বলে।
আমি বললাম, বড়ই আশ্চর্যের কথা! খুনি আবার শহীদ হয় ক্যামনে?
ওরা বললো, আমি ইতিহাসকে অসম্মান করছি।
আমার বিচারের জন্য রাজপথে আন্দোলনের ডাক দেবে।
আমি বললাম, রাজাকারের বিচারের দাবিতে আন্দোলনের ডাক দাও।
কারণ এটাই এখন সময়ের দাবি।
আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মূর্খ। তার ছেলেরা চুরির দায়ে আজো দেশের বাইরে।
প্রবাশে থেকে ইতিহাসকে করছেন বিকৃত।
আমি বললাম, আমগাছে কি ধরে? তিনি বললেন আম।
জামগাছে কি ধরে? তিনি বললেন জাম।
আমি বললাম, তাহলে আপনার বাবার ঘরে আপনি হওয়াটাই স্বাভাবিক।
তিনি বললেন, আমি সরকারের চামচা। আবার ক্ষমতায় এলে আমার বিচার হবে।
আরেক মহিলা যখন সরকার প্রধান, তখন দেশে প্রতিদিন খুন-গুম চলছে।
দেশ হয়েছে দুর্নীতির আখড়া।
সাধারণ মানুষ পালায় পালায় অবস্থা।
আমি বললাম, ম্যাডাম, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। সোনার বাংলা তো শশ্মানঘাট হতে চলেছে।
তিনি বললেন, আমি রাজাকার। আমার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।
সত্যতা পেলে আমার বিচার হবে।
আমার কথা কেউ শোনে না। তাই রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললাম, আমি নজরুল।
আমি কাউকে পড়োয়া করি না।
দেশটা কারো বাপের না। এই দেশ আমাদের সবার।
তোরা যারা ক্ষমতায় আছিস-ছিলি, তোরা হলি বেতন পাওয়া চামচা।
ভাল করে কাজ কর, নয়তো চাকরি চলে যাবে।
ওরা বলে, আমাকে ভূতে ধরেছে। আমার উপর ভর করেছে কবি নজরুলের আত্মা।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২০