'বীরের হাসি'
....... মানিক মোহাম্মদ ওমর
অরুণ রাঙ্গা তরুণ যারা, তাদের দ্বারে আমার নক,
অশান্ত এ পৃথিবী, আন শান্তি সুখ।
সত্যে তুমি রুদ্ধ, মিথ্যায় যেন ক্রুদ্ব।
অশান্তির প্রান্তে, করবে তুমি যুদ্ধ।
চল চঞ্চলে ঝঞ্জাল অঞ্চলে,
বল বলে দিল খুলে, নয় ছলে,
সৎ কুলে পথ চলে এই দলে,
এসো চলে নির্মুলে মিছে ভুলে।
সত্যের সন্ধানে চল তুমি শিখ পানে,
পৃথিবীটা জাগবেই তোমার ঐ কলতানে,
অন্ধ পথে মশাল জ্বেলে ছড়াও আলো ত্রিভুবনে,
তোমার দানে ধন্যি ভুবন, মাতবে তোমার জয়গানে।
তাড়া করে হেরে নীড়ে,
ফিরে নারে বীরে ঘরে,
ধীরে বীরে উড়ু শিরে,
পাড়ে ভীড়ে মরু চিড়ে।
(সংক্ষেপিত)