"বিকার"
.......... মানিক মুহম্মদ ওমর
হতাশার সূচক আজ উর্ধ্বপানে ধাবমান।
জীবনের সকল প্রেরণাগুলো আজ অনিশ্চয়তার আঘাতে আঘাতে মীয়মান।
যেন চলন্ত জীবন খানি মোর ঠেকিল হঠাৎ, চলিবেনা মনে হয়।
দুখের দহনে জলহীন লোচনে অগ্নির ঝলক, বড়ই জ্বালাময়।
হে মহান বিচারপতি, তুমি তোমার বিচারাদেশ দাও।
অথবা হতাশা গ্রস্থ মম চেতনাকে মুক্তি দানিয়া চেতনে ফিরাও।
এ কোন চেতনায় অচেতন করিলে তুমি হে মহান মুক্তিদাতা?
তোমাকে দেয়ার বিশেষণ আমার অভিধানে নেই, শুধু জানি তুমি ত্রাতা।
অঞানেরে করিয়া ত্রাণ হে মহান বাঁচাও এই আমারে।
অনুভূতি মোর বিকারগ্রস্ত তবু অনুভূত হয় তোমারে।
মম হৃদয় রঙ্গনার অঙ্গনে আজ বগ্নি করিছে খেলা।
তব দরবারে মোর প্রার্থনা, হে বিশ্বপতি, নেভাও মনোজালা।