আজ 'মা' দিবস। সবাই 'মা' নিয়ে পোস্ট করছে। কিন্তু আবেগ কি ভাষায় প্রকাশ করা যায়? এটা সম্পূর্ণ অসম্ভব। তবে মানুষ চেষ্টা করে আবেগ গুলো কে ভাষায় রূপ দেয়ার। আমিও চাই। 'মা' নিয়ে আমার একটা গান আছে। গানটা হল......
"ব্যস্ত জীবনের বাস্তবতায় রাস্তায় চলেছি একা,
হৃদয় মাঝে যে সুর বাজে মমতা মাখা,
মনের ছাদে নয়ন কাদে চাঁদনী রাতে মা নাই।
তুমি কোথায়, মাগো কোথায়? হারিয়ে যাব সেথায়।।
আত্মা সত্তা হাতে নিয়ে সব
কত ব্যথা সয়ে করেছ প্রসব।
মানুষ কত তোমার মত আর তো কেহ নাই।।
আমার কবু কিছু হলে,
শিয়রে জেগেছ সবই ভুলে।
এমন দরধি মরন অবধি পাব না যে হায়।।"
............... গীতিকার মানিক মুহম্মদ ওমর