একবার বাপে পোলায় গেছে বাজারে ।বাজারে বাপে কি নিয়া জানি কাদের সাথে ঝগড়া লাগলো।ঝগড়া থেকে শুরু হলো মারামারি।বাপে মাইর খাইয়া শেষ ।তো বাড়ীতে এসে পোলায় সবাইরে কয় আমার বাপরে জুতা দিয়া পিডাইছে মাগার আমারে কিছু করে নাই।আমি বাইচ্যা গেছি।আমার মান ইজ্জত বেঁচে গেছে।
বাপরে জুতা দিয়া পিডাইলে যে ছেলের ইজ্জতের কিছু হয়না সেই ছেলের গালে জুতা মারি।
বাজারে দুইজন লোক লাগছে ঝগড়া ।প্রথম জন কইলো বেটা থাপ্পর দিয়া গালের ৬৪ টা দাঁত ফেলে দেবো।২য় জন জবাব দেওনের আগেই ৩য় এক ব্যাক্তি কয় ভাইজান কিছু মনে নিয়েন না এই লোকের তো ৩২ টা দাঁত তাহলে ৬৪ টা দাঁত ফেলবেন কেমন করে?তখন ১ম জন কইলো দেখ বেকুবের পুত বেকুব আমি আগেই জানতাম তোর মতো কেউ এইখানে নাক গলাইতে আসবে তাই আমি আগেই তোর দাঁত সহ হিসেব করে বলছি।কি বুজলি বেকুব?
সো নিজের ৩২ টা দাঁতের মায়া থাকলে অন্যের ব্যাপারে নাক গলানো ঠিক না কইলাম।
ইদানিং ফেসবুক জেনারেশন বা ইউটিউব জেনারেশন দেখি কিছু হলেই ফেসবুকে স্টাটাস দেয় ।ব্লগে লিখে ভালো কথা ।সমস্যা হলো সব কিছু নেগেটিভ।একটা জিনিষ কি আমগো দেশে নাই পজিটিভ?ফেসবুকে বা ব্লগে আসলে মনে হয় দেশ আমার কতো পিছিয়ে?শুনেন ব্রো আমাদের সময় ইন্টারনেট ছিলো না।আমরা হলে গিয়া বাংলা মুভি দেখতাম ।অডিও ক্যাসট কিনে গান শুনতাম।সিডি ডিভিডি কিনে হিন্দি মুভি ইংলিশ মুভি দেখতাম।বাট নিজের দেশের কোনো কিছু কে ছোটো করে দেখতাম না।নিজের দেশের কিছু নিয়া ফান করতাম না।আমার ভাই যদি বোবা হয় সেটা অন্যের কাছে বাট আমার কাছে সে আমার ভাই।এখনকার মতো টরেন্ট ফাইল ছিলো না ইউটিউব ছিলো না তো কি হইছে আমরা কি খুব একটা পিছায় ছিলাম?
কেনো এই নেগেটিভ চিন্তা?কেনো নিজের দেশের কাউরে আমরা সম্মান করতে পারি না?না হাসিনা না খালেদা না ইউনুস না জাফর ইকবাল না হুমায়ুন আহমেদ।একটা মানুষ নাই যারে সবাই মিলে সম্মান করে।বঙ্গবন্ধকে পর্যন্ত বাজে ভাবে সমালোচনা করা হয়।কোনো কিছু হলেই বলা হয় লিন্কস দেন রেফারেন্স দেন ব্লগে আগে দেখি নাই।মনে হয় ফেসবুক ব্লগের আগে কিছুই ছিলো না।
গনতান্ত্রিক দেশে সমালোচনা করার অধিকার সবার আছে।কিন্তু আমার কাছে খারাপ লাগে এই যে নেগেটিভ চিন্তাভাবনা গুলো।নেগেটিভ এই ব্যাপার গুলো দেখতে দেখতে আর ভালো লাগছে না।আমি কাঠের বলে ক্রিকেট খেলছি জানি মাঠে কতো কঠিন একটা ছক্লা মারা বা সুইং করলে শট খেলা।বাংলাদেশ যখন প্রথম প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকটে খেলতো আমাদের ব্যাটসম্যানদের পা কাঁপতো সেই দিন পার করে আজকে তামিম ছ্ক্কার পর ছক্কা মারে।এই যে ছ্ক্লা মারা এইসব শুরু করছে আশরাফুল অথচ দুইদিনের বৈরাগি পোলাপাইন কি পচানো টা না পচায় তারে?
আসলে আজকে মুভি রিভিউ নিয়া একটা পোস্ট দেখে কিছু বলতে মন চাইছিলো।আমদের দেশের সীমিত সুযোগ সুবিধা নিয়া এফডিসিতে শুটিং করে স্বল্প বাজেটে যা করছে এটার ইচ্ছা করলেই সমালোচনা করা যায়।এটা তো এমনিতেই পচা এটাকে আর কতোভাবে পচাইবেন কতভাবে ধর্ষন করবেন?এলা ক্ষেমা দেন না হয় নিজেরা কিছু করেন।সমালোচনা না করে সমধান বের করেন।আমিও মুভি রিভিউ লাইক করি যেমন কাউশার রুশো নাফিজ মুনতাসির ফেলুদার চারমিনার দারশিকো আহমেদ জাদিদ আবার মাস্টারের সিনেমা বিষয়ক পোস্ট গুলো কারন গঠনমুলক সমালোচানা।মুভি রিভিউ নিয়া কারো দ্বিমত থাকবে না যদি এদের মতো করে দেওয়া হয়।এটা শুধু আমার ব্যাক্তিগত মতামত।
থিন্ক হাই
ডু হাই
সো হাই