










ব্লগার তন্ময়০১৩ এর মাধ্যমে গতবছর ফেসবুকের একটা গ্রুপে জয়েন করছিলাম।তন্ময় নিজেও সামু থেকেই সেই গ্রুপের সন্ধান পেয়েছিলো।গ্রুপের নাম হইলো
আমরা বেয়াকে নোয়াখাইল্লা (The United States of Noakhali)



আজকে শেয়ার করবো এই গ্রুপের কিছু কর্ম কান্ডের খবর ও ছবি।বাই দ্য ওয়ে এই গ্রুপের ক্রিয়েটর হইলো ব্লগার ডিজে নান্টু ।এই গ্রুপের উদ্যগে এরা এখন পর্যন্ত ৩ টা ইভেন্ট সফল ভাবে শেষ করেছে।লাস্ট ইয়ার রোযা র সময় প্রথম করলো ইফাতার পার্টি এর পর শীতের সময় করলো WINTER CLOTH DISTRIBUTION DRIVE 2011 এবং গত ৭ই এপ্রিল করলো গ্রুপের বার্থডে পার্টি।
ফেসবুকে অনেক গ্রুপ পেজ দেখেছি বাট এই গ্রুপের মতো একজনের সাথে
অন্যজনের ভার্চুয়ালি যেই একটা রিলেশান হয়েছে তা অকল্পনীয়।এটা মনে হয় একটা ফ্যামিলির মতো।গত শীতকালে গ্রুপের একজন এডমিন ফাহাদ প্রস্তাব করলো এই শীতে যদি গরীব মানুষদের জন্য কিছু করা যায় কি না।গ্রুপের প্রবাসি মেম্বার রা সাড়া দিলো এমন কি যারা স্টুডেন্ট মেম্বার তারাও।সবাই মিলে প্রায় ৫৫০০০ হাজার টাকার একটা ফান্ড হলো।তা দিয়ে ৩০০ কম্বল কেনা হলো।এবং একজন ভদ্রলোক ফজলুল হক সাহেব উনি একাই দিলেন আর ২০০ কম্বল।টোটাল ৫০০ কম্বল বিতরন করা হলো
গরীব মানুষদের মাঝে।
এবার দেখুন এদের কিছু ছবি
৪ জন অর্গনাইজার

ইফতার পার্টি এ্যাট স্টার কাবাব

গ্রুপ ফটোসেশন

কম্বল বিতরন করছে

এতিম খানার ছেলেদের সাথে গ্রুপ মেম্বার রা।



ইনি হলেন ফযলুল হক সাহেব ইনি ২০০ কম্বল দিয়েছেন

৭ ই এপ্রিল হোটেল গিভেন্সিতে গ্রুপের বার্থডে পার্টি র কিছু ছবি

কেক কাটছে সবাই মিলে

স্যুভেনির মগ

সবই মিলে চলছে খাওয়া দাওয়া।

আফটার ডিনার সবাই কফি খাচ্ছে


এই গ্রুপের সাথে আছে আরো কিছু সামু র ব্লগার
সুমন ধ্রুব
গবেট বালক
গেদুপাগলা
মোরালঃসামু ব্লগের কারনে এই গ্রুপের খবর পাইছি এবং গ্রুপের মাধ্যমে আমরা একটা কিছু তো সমাজের জন্যে করতে পেরেছি হয়তোবা বড় কিছু না ।হয়তো ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারবো।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ রাত ১:৫৭