বিশ্বকাপ শুরুর আগে জনৈক সাংবাদিক গিয়েছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান লে,জে,হু,মু এরশাদের কাছে। গিয়ে জিজ্ঞেস করল, স্যার এইবারের বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করছেন?
জবাবে এরশাদ বললেন, এইবারের বিশ্বকাপে আমি ব্রাজিলের সমর্থক। কারন ব্রাজিল গণ মানুষের দল। বিশ্বকাপ জিতলে একমাত্র ব্রাজিলেই জিতবে। ব্রাজিল ছাড়া কিছু ভাবা যায় না।
কয়েকদিন পর ঐ সাংবাদিক আবার গিয়ে তাকে জিজ্ঞেস করল, স্যার আপনার সমর্থিত ব্রাজিলের খেলা কেমন দেখছেন?
এরশাদ জবাবে বললেন, ব্রাজিলের এইটা কোন খেলা হল? পিচ্ছি একটা পোলা নেইমার, সে যেখানে সেখানে পেন্ট খুলে পেলে...। তুমিই বল, এদেরকে কি সাপোর্ট করা যায়?
সাংবাদিকঃ তাহলে এখন আপনার চিন্তা কি?
এরশাদঃ আমি এখন থেকে পর্তুগলের সমর্থক। হ্যাঁ, যদিও ঐ রোনাল্ডো নাকি নাম! সেও উলঙ্গ হয়ে ছবি তুলেছে, তবে সামনে থাকা ওর সুন্দরী বান্দবীর জন্য রোনাল্ড’র দিকে চোখ যায় নি আমার।
জার্মানী-পর্তুগালের খেলার পর এরশাদ এইবার সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দিলেন, অনেক আশা নিয়ে তিনি পর্তুগালকে সমর্থন দিয়েছেন, কিন্তু এখন আর তাদের সমর্থন করা যায় না। এদের কাছে থেকে কোন কিছু আশা করা যায় না। এরা বেইমান। তাই আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি এইবারের বিশ্বকাপে একমাত্র উরুগুয়েকে সমর্থন করবো। এরা অনেক ভাল টীম। আমাদের জাতী এদের থেকে খেলা শিখতে পারবে।
কিন্তু ইটালি-উরুগুয়ে খেলার পর এরশাদ আবার সংবাদ সম্মেলন ঢেকে বললেন, আমি ভুল করেছি উরুগুয়েকে সমর্থন করে। এরা মানুষ না, এরা অমানুষ। এদের কাছ থেকে কেউ নিরাপদ না। আমার যা ছিল তাতো ঐ বিদিশা আর রওশনেই শেষ করে দিয়েছে, এখন যদি সুয়ারেজের সামনে পরে, তাহলে তাকে কিছু না দিতে পারলে আমাকে জানে মেরে ফেলবে। তাই জাতীর কাছে আমার আবেদন এদেরকে বয়কট করুন। আগামীতে আমরা একক শক্তি অধিকারি হব। বিশ্বকাপ এমরা একাই খেলবো...
তার কথার মাঝখানে আগের সেই সাংবাদিক প্রশ্ন করল, তাহলে কি আপনি এই বিশ্বকাপে আর কাউকে সমর্থন দিচ্ছেন না?
মুচকি হেসে এরশাদ বললেন, তা কি হয়? আমার সমর্থন ছাড়া কি কেউ বিশ্বকাপ জিতবে? তাই আমি ঘোষণা দিচ্ছে এইবারের বিশ্বকাপে আমি আর্জেন্টিনাকে সমর্থন দেব। আহা, আর্জেন্টিনা কি খেলাটাই না খেলছে। তাছাড়া তোমারা দেখ না? চুতুর্দিকে সব বয়সি নারীরা কেমন মেসি মেসি বলে চিৎকার করে? আর জানইতো, নারীদের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে....
এদিকে এরশাদের সমর্থন ব্যাক্ত করার কথা মেসির কানে পৌঁছতেই মেসি জ্ঞান হারিয়েছে বলে জানা গেছে