সাংবাদিক আব্দুস সালাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আব্দুস সালাম (১৯১০-১৯৭৭)
আব্দুস সালাম বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি অবিস্বরণীয় নাম। এদেশের সাংবাদিকতার পৃথিকৃৎ যারা ছিলেন তিনি তাদের পুরোধা। সাংবাদিকতা জগতের কিংবদন্তী, ভাষাসৈনিক ফেনীর মুহুরী প্রজেক্টের উদ্যোক্ততা লবন চাষ আন্দোলন, জিলাতিয়া প্রজা আন্দোলন ও বন্যা নিরোধ আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক।
জন্ম ঃ
বিশিষ্ট সাংবাদিক আবদুস সালাম ১৯১০ সালের ২রা আগস্ট ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ ধর্মপুর নামে এক অজ পাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন ঃ
আবদুস সালাম ছাত্রজীবনে অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা বা ম্যাট্রিক পরীক্ষায় তিনি চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান পান। একই বিশ্ববিদ্যালয়ের আই,এস,সি পরীক্ষায় মুসলিম ছাত্রদের মধ্যে তিনি শীর্ষস্থান লাভ করেন। কোলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এরপর ইংরেজি সাহিত্যে প্রথম হয়ে টনি মেমরিয়াল স্বর্ণপদক পান।
কর্মজীবন ঃ
আবদুস সালাম ইংরেজিতে অল্প কিছুদিন ফেণী কলেজে অধ্যাপনার পরে সরকারী চাকুরীতে যোগ দেন। ইংরেজ আমলে বেঙ্গল সরকারের আয়কর, সিভিল সাপ্লাইজ, অডিট ইত্যাদি বিভাগে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তবে দেশ বিভাগের সময় তিনি ঢাকা চলে আসেন এবং কিছুদিনের মধ্যেই পূর্ব বাংলা সরকারের
উপ-মহাহিসাব পরিচালক নিযুক্ত হন।
সাংবাদিক জীবন ঃ
আবদুস সালাম উপলব্ধি করেন যে পূর্ব বাংলাকে পশ্চিমা শাসকগোষ্ঠী একটা উপনিবেশ করে রাখতে চায়। লোভনীয় সরকারী চাকুরী থেকে ইস্তফা দিয়ে অবজার্ভার পত্রিকাতে সাংবাদিকতা মাধ্যমে অনিশ্চিত নতুন জীবন শুরু করেন। স্বাধীনতার অব্যবহিত পরে ঢাকার সব দৈনিকের স¤পাদক পরিবর্তন হলেও আবদুস সালাম তাঁর স্বপদে বহাল থেকে যান। অবশ্য তখন ‘ঞযব ঙনংবৎাবৎ’ -এর নাম পরিবর্তন ‘ঞযব ফধরষু ইধহমষধফবংয ঙনংবৎাবৎ’ হয়েছে কিন্তু নতুন সরকারকে কিছু গঠনমূলক পরামর্শ দিয়ে ‘দি সুপ্রীম টেস্ট’ নামে একটি স¤পাদকীয় লেখায় তাঁকে স¤পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এর পরেও তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস পত্রিকায় কলাম ও স¤পাদকীয় লিখতে থাকেন।
রাজনৈতিক জীবন ঃ
নিখিল পাকিস্তানে যুক্তফ্রন্ট প্রতিষ্ঠিত হলে এরমাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৫৪ সালের নির্বাচনে আব্দুস সালাম যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে প্রাদেশিক সংসদের সদস্য নির্বাচিত হন। কিন্তু ১৯৫৮ সালে আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশে শামরিক আইন জারি করে।
জেল জীবন ঃ
১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারীর এক সপ্তাহ আগে তাঁর এক স¤পাদকীয়কে ধর্ম বিরোধী আখ্যা দিয়ে নূরুল আমীনের মুসলিম লীগ সরকার সালামকে কারারুদ্ধ করেন এবং পত্রিকাটি বন্ধ করে দেন। দীর্ঘ দু'বছর সালামকে এখানে-সেখানে ছোটখাট চাকুরী করে সংসার চালাতে হয়।
এরপর ১৯৫৮ সাল পরবর্তি সময়ে আবদুস সালাম আইউব খানের আত্মজীবনী ‘ঋৎরবহফং, হড়ঃ গধংঃবৎং’ এর বিরূপ সমালোচনা করায় তাঁর পত্রিকায় সরকারী বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়। এরই সূত্র ধরে অবাঙালিদের স্বার্থের মুখপত্র ‘মর্নিং নিউজ’ পত্রিকার প্রেস দুর্ঘটনাক্রমে আগুনে পুড়ে গেলে আবদুস সালামকে গ্রেফতার করা হয়। তবে সমস্ত পাকিস্তানেই আবদুস সালাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য একটি সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। তাঁকে পাকিস্তান কাউন্সিল অব নিউজপেপার এডিটরস-এর সভাপতি নির্বাচিত করা হয়। তিনি জাতীয় প্রেসক্লাবেরও আজীবন সদস্য পদ লাভ করেন।
প্রেস ইন্সটিটিউট প্রতিষ্ঠা ঃ
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবদুস সালাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রেস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করার অনুরোধে করেন। প্রেসিডেন্ট তাঁর অনুরোধ সাদরে গ্রহণ করেন এবং প্রতিষ্ঠা করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট আর আব্দুস সালাম হন তার প্রতিষ্ঠাতা-পরিচালক। এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতেই তিনি শেষ শক্তি ব্যয় করেন।
সম্মাননা ও প্রদক ঃ
১৯৭৬ সালে একুশে পদক চালু হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে আব্দুস সালামও এই পদক প্রাপ্ত হন।
সমাজকর্ম ঃ
এমএলএ থাকা কালিন এবং অন্য সময়ও আব্দুস সালাম নানাবিধ সমাজসেবা মূলক কাজ করেছেন। তিনি ফেনীর উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেন। অনেককে তিনি চাকুরী দিয়ে এবং আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছেন। লবন চাষ আন্দোলন, জিলাতিয়া প্রজা আন্দোলন ও বন্যা নিরোধ আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক।
মৃত্যু ঃ
১৯৭৭ সালের ১৩ই ফেব্র“য়ারী সাংবাদিক জগতের এই মহান পুরুষ ৬৬ বয়সে ঢাকায় ইন্তেকাল করেন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন
সত্যি বলছি, চাইবো না
সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের... ...বাকিটুকু পড়ুন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই।... ...বাকিটুকু পড়ুন
শেখস্থান.....
শেখস্থান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন